সুখবর ভারতীয় ক্রিকেট প্রেমীদের! নীল জার্সিতে মাঠে ফিরছেন রো-কো জুটি

ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) দুই জীবন্ত কিংবদন্তি, রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে তাঁরা টেস্ট ক্রিকেট থেকে…

Indian Cricket Team star Suryakumar Yadav unbelievable catch end their 11-year ICC trophy drought winning the ICC T20 World Cup 2024 on 29 June

ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) দুই জীবন্ত কিংবদন্তি, রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে তাঁরা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অন্যদিকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে তাঁদের প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিসিসিআই (BCCI) শীঘ্রই তাঁদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে বলে জল্পনা শুরু হয়েছে ক্রিকেটমহলে।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে টেস্ট ক্রিকেট থেকে নিয়েছিলেন দুই তারকা। তবে টেস্ট অবসর মানেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়া নয়। এবার সেটাই প্রমাণ করতে চলেছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।

   

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আগামী আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে দলে দেখা যেতে পারে রোহিত ও কোহলিকে। মূলত বাংলাদেশের সঙ্গে নির্ধারিত সিরিজটি পিছিয়ে যাওয়ায়, বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (SLC) নতুন সিরিজের পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে।

বিরাট কোহলি ও রোহিত শর্মা শেষবার একসঙ্গে ভারতের হয়ে খেলেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দুবাইয়ে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে ভারত শিরোপা জয় করে। সেখানে অভিজ্ঞ দুই ক্রিকেটারের অবদান ছিল নজরকাড়া।

গত বছর রোহিত শর্মার নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ ২-০ ব্যবধানে হেরে যায়। ওই সিরিজ ছিল প্রধান কোচ গৌতম গম্ভীরের দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় মঞ্চে পরীক্ষা। সেই পরাজয়ের পরে ভারতীয় দল বেশ কিছু পরিবর্তন ও পুনর্গঠনের পথে হেঁটেছে। এবার শ্রীলঙ্কা সদ্য বাংলাদেশকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে। সেই সাফল্যের পর তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। এই মুহূর্তে দুই বোর্ডই আগস্টের জন্য একটি উপযুক্ত উইন্ডো খুঁজছে যাতে ভারত-শ্রীলঙ্কা তিন ওডিআই ও তিন টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পারে।

Advertisements

১০ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে লর্ডসে। খবর অনুযায়ী, রোহিত শর্মা ও বিরাট কোহলি সেই ম্যাচ দেখতে উপস্থিত থাকতে পারেন। যদিও তাঁরা খেলবেন না, তবুও ড্রেসিং রুমে তাঁদের উপস্থিতি দলের তরুণ খেলোয়াড়দের কাছে বড় প্রেরণা হয়ে উঠতে পারে।

রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রত্যাবর্তন শুধুমাত্র ভক্তদের নয়, পুরো ভারতীয় দলের জন্যই এক ইতিবাচক বার্তা। তরুণ খেলোয়াড়দের জন্য তাঁদের অভিজ্ঞতা ও নেতৃত্ব হবে অমূল্য। এদিকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকেও তাকিয়ে বিসিসিআই। সব মিলিয়ে, আগামী মাসে যদি রোহিত ও কোহলিকে আবার নীল জার্সিতে মাঠে দেখা যায়, তাহলে তা নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের জন্য এক বড় উদযাপনের মুহূর্ত হবে।

Good news for Indian Cricket Team star Virat Kohli and Rohit Sharma fans with the BCCI set to take a big decision soon