গাড়িতে তৃণমূল-বিজেপি নেতানেত্রীর মদ্যপান, ভাইরাল ভিডিও বিতর্কে

জলপাইগুড়ি: রাজ্য রাজনীতির ময়দানে পরস্পরের বিরুদ্ধে রোজ গলা ফাটান তৃণমূল ও বিজেপির নেতারা। কিন্তু মাঠে-ময়দানের সেই শত্রুতার বাইরে কখনও কখনও বাস্তবের ছবি যেন একটু অন্যরকম।…

গাড়িতে তৃণমূল-বিজেপি নেতানেত্রীর মদ্যপান, ভাইরাল ভিডিও বিতর্কে

জলপাইগুড়ি: রাজ্য রাজনীতির ময়দানে পরস্পরের বিরুদ্ধে রোজ গলা ফাটান তৃণমূল ও বিজেপির নেতারা। কিন্তু মাঠে-ময়দানের সেই শত্রুতার বাইরে কখনও কখনও বাস্তবের ছবি যেন একটু অন্যরকম। এমনই এক ঘটনা এখন ভাইরাল নেটমাধ্যমে। তবে ভিডিও-র সত্যতা যাচাই করেনি Kolkata24x7.in জলপাইগুড়ি জেলার একটি ভিডিও (Viral Video) ঘিরে তীব্র অস্বস্তিতে পড়েছে দুই যুযুধান রাজনৈতিক শিবিরই—তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ ভাইরাল হওয়া সেই ভিডিওতে (Viral Video) দেখা গিয়েছে, রাস্তার ধারে দাঁড় করানো একটি গাড়ির ভিতরে বসে তৃণমূলের এক জনপ্রতিনিধি এবং বিজেপির মহিলা মোর্চার এক নেত্রী একসঙ্গে মদ্যপান করছেন। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ধরে ফেলেন এবং মোবাইল ক্যামেরায় সেই মুহূর্ত ক্যাপচার করতে শুরু করেন। এরপরই দুই নেতানেত্রীর অস্বস্তিকর প্রতিক্রিয়া শুরু হয়—তৃণমূল নেতা গাড়ি থেকে নেমে দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করেন, অন্যদিকে বিজেপি নেত্রীও মদের গ্লাস লুকিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

   

স্থানীয়দের বক্তব্য, তাঁরা এমন ঘটনা মেনে নিতে পারছেন না। দুই শিবিরের নেতানেত্রী মাঠেঘাটে যেভাবে একে অপরকে আক্রমণ করেন, সেখানে এক গাড়িতে বসে মদ্যপান কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এলাকাবাসীর একাংশ বলছেন, “যাঁরা আমাদের ভোটে জিতে প্রতিনিধি হয়ে ওঠেন, তাঁদের কাছ থেকে এই আচরণ আমরা আশা করিনি।”

বিশেষ সূত্রে জানা গেছে, ওই বিজেপি নেত্রী বর্তমানে মহিলা মোর্চার একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আর তৃণমূলের যাঁকে ভিডিওতে দেখা গিয়েছে, তিনি জলপাইগুড়ির একজন জনপ্রতিনিধি। তাঁদের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন তুলছেন স্থানীয় রাজনৈতিক মহল।

তৃণমূল নেতা ভিডিও (Viral Video) নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ওই বিজেপি নেত্রী আমার এলাকা থেকেই আসছেন। উনি গজলডোবা থেকে পার্টির কাজ সেরে ফিরছিলেন, আমি একজন বন্ধুর সঙ্গে যাচ্ছিলাম। পথে দেখা হওয়ায় কিছুক্ষণ গল্প হচ্ছিল।” তবে ওই নেত্রীর পক্ষ থেকে কোনও মন্তব্য এখনও পর্যন্ত মেলেনি।

Advertisements

প্রসঙ্গত, এর আগে বাংলার রাজনীতিতে ঝালমুড়ি ভাগাভাগি করার সৌজন্য রাজনীতি দেখা গিয়েছে, তবে এবার তা যেন আরও এক ধাপ এগিয়ে গিয়ে মদ্যপান পর্যন্ত পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, “এটি শুধু নৈতিকতার প্রশ্ন নয়, দুই দলের মধ্যকার বাস্তব সম্পর্কের প্রতিফলনও হতে পারে।”

এই ঘটনার পরে বিজেপি এবং তৃণমূল—উভয় শিবিরই অস্বস্তিতে পড়েছে। কোনও পক্ষই এই ভিডিওর সত্যতা নিয়ে সরাসরি মন্তব্য করেনি, তবে উভয়ের তরফ থেকেই ‘ঘটনার খোঁজ নিয়ে দেখা হবে’ এমন আশ্বাস মিলেছে।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে—দলের মঞ্চে একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করা নেতানেত্রীরা আদৌ আদর্শের রাজনীতি করেন কি না। নাকি এর বাইরেই চলে ভিন্ন মাত্রার রাজনৈতিক বোঝাপড়া?