‘খিচুড়ি থেকে ফাইভ স্টার’, ক্রিকেটের বিবর্তন প্রসঙ্গে বিশেষ বার্তা মহারাজের

৯ জুলাই, ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) এক সাড়ম্বরে আয়োজিত অনুষ্ঠানে উদযাপিত হল বেহালা ফ্রেন্ডস উইনিয়ন ক্লাবের (Behala Friends Union Club) ৮৫তম প্রতিষ্ঠা দিবস। একই…

Sourav Ganguly Present on 85th Foundation Day of Behala Friends Union Club at Dhono Dhanyo Auditorium

৯ জুলাই, ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) এক সাড়ম্বরে আয়োজিত অনুষ্ঠানে উদযাপিত হল বেহালা ফ্রেন্ডস উইনিয়ন ক্লাবের (Behala Friends Union Club) ৮৫তম প্রতিষ্ঠা দিবস। একই মঞ্চে পালিত হল প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিন। এদিন অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) কর্মকর্তারা এবং বিধায়ক দেবাশীষ কুমার।

১৯৪০ সালে দিলীপ মুখোপাধ্যায়ের হাত ধরে পথচলা শুরু করা এই ঐতিহ্যবাহী ক্লাবের। বর্তমান সময়ে বেহালার ক্রীড়াচর্চা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ক্লাব। অনুষ্ঠানের সূচনায় ক্লাবের সাধারণ সম্পাদক সোমনাথ মুখোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান। এরপর ক্লাব সভাপতি চুনিলাল গঙ্গোপাধ্যায়, কোষাধ্যক্ষ দীপঙ্কর বসু, সহ-সভাপতি সৌগত দাস, স্বপন চট্টোপাধ্যায় এবং জ্যোতি প্রসাদ মুখোপাধ্যায়কেও উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়।

   

এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় মন জয় করেন গায়ক মনোময় ভট্টাচার্য। আধুনিক থেকে শুরু করে সময়োপযোগী গান দিয়ে অনুষ্ঠানকে মাতিয়ে তোলেন তিনি। তাঁর গানের পর তাঁকেও সংবর্ধনা জানান খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়।

Sourav Ganguly and Singer Manomoy Bhattacharya felicitated each other

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা এবং অন্যান্য সিএবি কর্মকর্তারা। ক্লাবের পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় বলেন, “বাংলার ক্রিকেট আজ ধাপে ধাপে উন্নতির পথে। বেহালা ফ্রেন্ডস উইনিয়ন ক্লাব তার অন্যতম সহযাত্রী।”

Advertisements

অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত ছিল সিএবি সেকেন্ড ডিভিশনের রানার্স আপ দল হিসেবে নির্বাচিত বেহালা ফ্রেন্ডস উইনিয়ন ক্লাবের ক্রিকেটারদের সম্মাননা প্রদান। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে তাঁদের হাতে উপহার তুলে দেন।

বক্তব্য রাখতে গিয়ে সৌরভ বলেন, “এই ক্লাবের প্রতিষ্ঠাতা দিলীপ মুখোপাধ্যায় যে উদ্যম এবং নিষ্ঠার সঙ্গে ক্লাবকে গড়ে তুলেছিলেন, তা আজও অনুপ্রেরণা দেয়।” তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গে ক্রিকেট একসময় খিচুড়ি আর পাঁপড়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, আজ তা ফাইভ স্টার হোটেলে পৌঁছেছে।” সৌরভ ক্লাবের অন্যতম কর্মকর্তা সীমন্ত বাবুকে বিশেষ ধন্যবাদ জানান অনুষ্ঠানের সফল আয়োজনে ভূমিকা নেওয়ার জন্য।

Sourav Ganguly Present on 85th Foundation Day of Behala Friends Union Club