‘মারের জবাব মারেই দেওয়া উচিত ছিল (Kunal)।’ পুরোনো বাম জমানার স্মৃতি উস্কে দিয়ে বিস্ফোরক পোস্ট তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের। ১৯৮৭ সালের একটি ভয়ঙ্কর ঘটনার কথা উল্লেখ করে তিনি তৎকালীন বাম শাসনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন।
কুনালের (Kunal) এই বিস্ফোরক পোস্ট যে আজকের বামেদের বাংলা বন্ধের প্রেক্ষাপটে তা বলাই বাহুল্য। বাম জমানার ধর্মঘট নিয়ে বলতে গিয়ে কুনাল ঘোষের স্মৃতি রোমন্থনে উঠে এসেছে সেই দিন যেদিন বাম সমর্থকেরা রাজীব গান্ধীর কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘রেল রোকো’ ধর্মঘট ডেকেছিল।
ওই এক ই দিন প্রিয়রঞ্জন দাশমুন্সির নেতৃত্বে বামেদের বিরুদ্ধে ‘রাস্তা রোকো’ অবরোধ ডেকেছিল কংগ্রেস। কুনাল (Kunal)স্মৃতি উস্কে দিয়ে বলেছেন সেই দিন সুকীয়া স্ট্রিট অবরোধের সময় দুই বাম নেতা লক্ষী দে এবং জহর গুপ্তের নেতৃত্বে বাম বাহিনী কুনালদের অবরোধে হামলা চালিয়েছিলেন। কুনালের দাবি সেদিন ও নীরব ছিল পুলিশ। শুধু তাই নয় দেওয়া হয়েছিল গ্রেফতারির হুমকি। আসলে যে দল ই ক্ষমতায় আসুক না কেন তার নেতৃত্বাধীন পুলিশ তো দলদাস ই হয় এ কথা বলা বাহুল্য।
আজকের দিনে দাঁড়িয়েও বামেদের ধর্মঘটী কালচারের কোনো পরিবর্তন হয়নি। যেসব মানুষের কাছে সামান্যতম ও বাম জমানার স্মৃতি আছে তারা অবশ্যই মনে করতে পারবেন তাদের কর্মনাশা বন্ধের দিন গুলোর কথা।
কুনাল ঘোষ (Kunal) তার পোস্ট এ বলেছেন, সেদিনের অনেক নেতা এখনো বেঁচে আছেন যারা রীতিমতো হামলা করে বিরোধীদের ছত্রভঙ্গ করতে অভ্যস্ত ছিলেন তাদের উপর কোনো রকম প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি তিনি আরও জানিয়েছেন তৃণমূল ক্ষমতায় আসার পর ও কারুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি স্পষ্ট আক্ষেপের সুরে বলেছেন সেদিন মারের বদলা মারেই দিতে হত। বর্তমান সরকারের মুখপাত্র এই পোস্টের মাদ্ধমে পরিষ্কার বোঝাতে চেয়েছেন সিপিএম কখনো বদলাবে না। তাদের মিছিল, ধর্মঘট এবং কর্মনাশা বন্ধের সেই পুরোনো অভ্যেস কখনোই যায়নি যাবেও না।
তিনি আরও বলেছেন তখন সোশ্যাল মিডিয়া ছিলনা তাই অনেক কিছু মানুষের দৃষ্টি এড়িয়ে গেছে। আজ মানুষের স্বার্থে যখন পুলিশ কিছু বাম সমর্থক কে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে তখন ‘মাকু’ রা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের ভণ্ডামির নিদর্শন তুলে ধরছে।
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য, পরকীয়ার জেরে খুনের অভিযোগ পরিবারের
কুনাল (Kunal) কিছুটা মজার সুরেই বলেছেন “বামেরা যতই লাফালাফি করুক বাংলার মানুষ ওদের ঘাড় ধাক্কা দেবে।” যারা আজ এতো লাফালাফি করছে বাংলার মানুষ যেন মনে করেন এরা বিজেপির ভোটার ছাড়া আর কিছুই নয়।