ভাদোদরা: নাগাড়ে বৃষ্টি৷ তারই মধ্যে বুধবার সকালে ঘটে গেল এক বিপর্যয়৷ গুজরাটের ভাদোদরা জেলার পাদরা এলাকায় ভেঙে পড়ল গম্ভীরা সেতুর একটি অংশ৷ পর পর গড়িয়ে পড়ল ভ্যান-ট্রাক৷ এই দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আরও অনেকে নদীর জলে আটকে রয়েছেন।
ভাদোদরা ও আনন্দ জেলার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন
সকাল সাড়ে সাতটার সময় দুর্ঘটনাটি ঘটে। সেতুটি মহিসাগর নদীর উপর দিয়ে ভাদোদরা ও আনন্দ জেলার মধ্যে সংযোগ তৈরি করেছিল। ঘটনার সময় সেতুর উপর দিয়ে যাওয়ার সময় দুইটি ট্রাক ও দুইটি প্যাসেঞ্জার ভ্যান নদীতে পড়ে যায়।
পাদরা থানার পুলিশ ইন্সপেক্টর বিজয় চরণ জানান, “দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে। চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও বহু মানুষ নিখোঁজ।” জেলা প্রশাসন ও দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে এনডিআরএফ-এর দলও।
নদীতে একাধিক গাড়ি Gujarat Bridge Collapse
গুজরাট সড়ক ও ভবন দপ্তরের সচিব পি আর প্যাটেলিয়া জানান, “গম্ভীরা সেতু ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।”
আনন্দ জেলার পুলিশ সুপার গৌরব জাসানি বলেন, “একাধিক গাড়ি নদীতে পড়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধারকাজ চলছে।”
সেতুর ধসের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেতুর কোনো কাঠামোগত দুর্বলতার কারণেই এই বিপর্যয় ঘটেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।