এবারের প্রিমিয়ার ডিভিশন লিগের শুরুটা পরিকল্পনা মাফিক হয়নি ডায়মন্ড হারবার এফসির। আসলে গোলের খরায় আটকে যেতে হচ্ছিল বাংলার এই দলকে। যারফলে প্রথম ম্যাচে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছিল কিবু ভিকুনার ছেলেরা। নিঃসন্দেহে যা হতাশ করেছিল সকলকে। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল ময়দানের অন্যতম শক্তিশালী এই ফুটবল দল। সেইমতো গত শনিবার কলকাতা ফুটবল লিগে প্রথম জয় পায় আইলিগের এই নবাগত ফুটবল ক্লাব।
সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য ছিল দলের। সেই অনুযায়ী উয়াড়ী দলের বিপক্ষে খেলতে নেমেছিল ফুটবলাররা। শেষ পর্যন্ত গাংতের গোলে এসেছিল জয়। পরবর্তী ম্যাচ গুলিতে এই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য দলের ফুটবলারদের। তবে শুধুমাত্র প্রিমিয়ার ডিভিশন লিগ নয়। চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। পরবর্তীতে নির্দিষ্ট সূচি অনুসারে আয়োজিত হবে দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইলিগ। এই সমস্ত টুর্নামেন্ট গুলিতেও ভালো ফল করতে মরিয়া ডায়মন্ড হারবার।
সেই সবদিক মাথায় রেখেই দল গঠনের কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে সমান গুরুত্ব দিয়েছে এই ক্লাব। তাই ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই আইএসএল এবং আইলিগ খেলা একাধিক তারকা ফুটবলারদের সই করানোর কথা ইতিমধ্যেই জানানো হয়েছে এই দলের তরফে। সেক্ষেত্রে আগের তুলনায় তাঁরা যে আরো অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে সেটা বলাই চলে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আর রামদিনথারার (R Ramdinthara) নাম। ভারতীয় ফুটবলে থারাপুইয়া নামেই অধিক পরিচিত তিনি।
গত মঙ্গলবার রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করে গতবারের দ্বিতীয় ডিভিশন আইলিগ জয়ীরা। একটা সময় নর্থইস্ট ইউনাইটেডের যুব দল থেকে উঠে এসেছিলেন এই তরুণ ফুটবলার। পরবর্তীতে মিজোরামের ক্লাবে নিজের সিনিয়র ক্যারিয়ার শুরু। তারপর একাধিক ক্লাব ঘুরে আইলিগে প্রথম খেলতে আসা আইজল এফসিতে। সেখান থেকেই গত সিজনে যোগদান করেছিলেন শক্তিশালী গোকুলাম কেরালা ফুটবল দলে। করেছিলেন প্রায় সাতটির ও বেশি গোল। এমনকি বেশকিছু অ্যাসিস্ট ও ছিল এই ফুটবলারের। এবার আইলিগের নতুন দলের জার্সিতে নিজেকে মেলে ধরার লড়াই।