মঙ্গলবার পশ্চিম ডুয়ার্সের মেটেলি উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে গিয়েছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ও নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা। সেখানে গিয়েই স্কুলের পরিকাঠামো নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন তাঁরা। পাশাপাশি, মেটেলি স্কুলের এই দুর্দশার জন্য রাজ্য সরকারকেই তোপ দাগলেন তাঁরা। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানিয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ ও নাগরাকাটা বিধানসভার বিধায়ক।
পশ্চিম ডুয়ার্সের একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় মেটেলি উচ্চ বিদ্যালয়। সম্প্রতি সেই স্কুলের পরিকাঠামো নিয়ে সরব হয়েছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক। সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারাও।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ মনোজ টিগ্গা জানান, সম্প্রতি হাইকোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। তৃণমূল সরকারের আমলে রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। শুধুমাত্র মেটেলি উচ্চ বিদ্যালয় নয় রাজ্যের কোনও স্কুলেই পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা নেই।
নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা জানান, বহুদিন ধরে মেটেলির দুটি বিদ্যালয়ের সভাপতি পদে একই ব্যক্তি রয়েছেন। বিদ্যালয়ের কোনো কাজই সঠিকভাবে হচ্ছে না। তাঁর কথায়, ‘এই সরকারের পরিবর্তন হওয়ার সময় হয়েছে। মানুষ এবার এই সরকারকে ছুড়ে ফেলে দেবে।’