ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনে পড়ল ট্রাক, মৃত্যু চালকের

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মাঝরাতে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মালবোঝাই একটি ট্রাক (Truck) নিয়ন্ত্রণ হারিয়ে ছ’নম্বর জাতীয় সড়কের নিমপুরা এলাকায় ফ্লাইওভারের রেলিং ভেঙে…

ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনে পড়ল ট্রাক, মৃত্যু চালকের

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মাঝরাতে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মালবোঝাই একটি ট্রাক (Truck) নিয়ন্ত্রণ হারিয়ে ছ’নম্বর জাতীয় সড়কের নিমপুরা এলাকায় ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনের উপর পড়ে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকচালকের। গুরুতর আহত হন খালাসী, যিনি এখন মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাতে, জাতীয় সড়কের ব্যস্ততম অংশে। জানা গেছে, ট্রাকটি (Truck) রড বোঝাই করে নদীয়া থেকে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল। প্রবল বৃষ্টির মধ্যে রাস্তায় গাড়ি চালানোর সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙে নিচের রেললাইনে পড়ে যায়। ট্রাক পড়ার সময় রেলের ওভারহেড তার ছিঁড়ে যায় এবং বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।

   

রেল প্রশাসনের কর্তারা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তাঁরা দেখতে পান, ট্রাকটি (Truck) রেলের রিসেপশন ইয়ার্ডের উপর পড়ে রয়েছে। ট্রাকের চালক তখনও গাড়ির ভেতরে আটকে ছিলেন। তাঁকে উদ্ধার করা গেলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। আহত খালাসীকে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।

ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনে পড়ল ট্রাক, মৃত্যু চালকের

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, টানা বৃষ্টির কারণে রাস্তার দৃশ্যমানতা কমে গিয়েছিল, যার ফলে চালক সঠিকভাবে গাড়ির গতি ও দিক নিয়ন্ত্রণ করতে পারেননি। এই ধরনের আবহাওয়ায় অতিরিক্ত ভারী মাল বোঝাই ট্রাক চালানো অত্যন্ত বিপজ্জনক বলে জানিয়েছেন পরিবহণ দফতরের এক আধিকারিক।

Advertisements

স্থানীয় সূত্রে খবর, ওই ফ্লাইওভারে দীর্ঘদিন ধরে কোনও ধরনের মেরামতির কাজ হয়নি। রেলিংগুলিও দুর্বল ছিল। ফলে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। তারা দ্রুত ওই এলাকায় রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ার ফলে রেল চলাচলেও সাময়িক অসুবিধা তৈরি হয়েছে। দুর্ঘটনার সময় কোনও ট্রেন চলাচল না থাকায় বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।

এই দুর্ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল জাতীয় সড়ক ও ফ্লাইওভারগুলির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে। বৃষ্টির সময় ভারী গাড়ি চলাচলে আরও বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, তা আবারও প্রমাণ হয়ে গেল এই ঘটনার মাধ্যমে।