মাত্র ১ টাকায় Airtel-কে টপকে গেল Jio! দিচ্ছে ৯০ দিনের Hotstar, 252GB ডেটা, আরও কত কী…

ভারতের দুই টেলিকম জায়ান্ট জিও (Jio) ও এয়ারটেলের (Airtel) মধ্যে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। ব্যবহারকারীদের আকর্ষণ করতে দুই সংস্থাই বাজারে একের পর এক আকর্ষণীয়…

Jio Beats Airtel with Just ₹1 Difference

ভারতের দুই টেলিকম জায়ান্ট জিও (Jio) ও এয়ারটেলের (Airtel) মধ্যে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। ব্যবহারকারীদের আকর্ষণ করতে দুই সংস্থাই বাজারে একের পর এক আকর্ষণীয় প্ল্যান এবং অফার নিয়ে আসছে। এমন কিছু প্ল্যান রয়েছে যেগুলোর দামে সামান্য পার্থক্য থাকলেও বেনিফিটে রয়েছে বড় ফারাক। তেমনই একটি উদাহরণ হল জিও-র ₹১৭৯৯ ও এয়ারটেল-এর ₹১৭৯৮ টাকার প্ল্যান। মাত্র ₹১ বেশি খরচ করলেই জিও দিচ্ছে ৯০ দিনের জন্য হটস্টার সাবস্ক্রিপশন ও আরও অতিরিক্ত বেনিফিট।

এয়ারটেলের ₹১৭৯৮ টাকার প্ল্যানের সুবিধা

এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ৮৪ দিনের বৈধতা। প্রতিদিন ব্যবহারযোগ্য ৩ জিবি করে মোট ২৫২ জিবি ডেটা মিলবে। যারা ৫জি নেটওয়ার্ক কাভারেজের মধ্যে আছেন তারা আনলিমিটেড ৫জি ডেটার সুবিধাও পাবেন। এই প্ল্যানে প্রতিদিন ১০০টি এসএমএস এবং যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। এছাড়াও, গ্রাহকরা পাবেন Netflix Basic সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে। এয়ারটেল Xstream অ্যাপের মাধ্যমে ফ্রি মুভি, টিভি শো ও লাইভ চ্যানেল দেখার সুবিধা রয়েছে।

   

BSNL-এর পুরনো সিম বদলে আনুন 4G/5G সংযোগ, এবার বাড়িতেই পাবেন সুপারফাস্ট ইন্টারনেট

Jio-র ₹১৭৯৯ টাকার প্ল্যানে বাড়তি চমক

জিও-র এই প্ল্যানটিও ৮৪ দিনের জন্য ভ্যালিড এবং প্রতিদিন ৩ জিবি করে মোট ২৫২ জিবি ডেটা দেয়। যারা জিওর নির্ধারিত ৫জি এলাকার মধ্যে পড়েন তারা পেয়ে যাবেন আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানে প্রতিদিন ১০০টি এসএমএস ও আনলিমিটেড কলিং সুবিধা তো আছেই, সঙ্গে রয়েছে এক্সক্লুসিভ বেনিফিট—৯০ দিনের জন্য JioCinema (Hotstar) মোবাইল অথবা টিভি অ্যাক্সেস একেবারে বিনামূল্যে। জিও TV-এর ফ্রি সাবস্ক্রিপশন থাকায় লাইভ টিভি দেখারও সুবিধা মিলবে। এছাড়া, Jio AI Cloud থেকে ৫০ জিবি ক্লাউড স্টোরেজও থাকছে একদম ফ্রি।

Advertisements

কোন প্ল্যান বেশি লাভজনক?

দাম প্রায় সমান হলেও Jio মাত্র ₹১ বেশি নিয়ে ব্যবহারকারীদের আরও বেশি বেনিফিট দিচ্ছে—বিশেষ করে ৯০ দিনের Hotstar সাবস্ক্রিপশন, AI ক্লাউড স্টোরেজ এবং JioTV-এর সুবিধা। অন্যদিকে, এয়ারটেল দিচ্ছে Netflix Basic এবং Xstream প্ল্যাটফর্ম। তবে যারা বেশি কনটেন্ট দেখেন ও OTT লাভার, তাদের জন্য জিও-র প্ল্যান হতে পারে বেশি ভ্যালু ফর মানি।

প্রসঙ্গত, টেলিকম বাজারে Jio এবং এয়ারটেলের এই টাইটানিক টক্কর ব্যবহারকারীদের জন্যই সুবিধাজনক। মাত্র ১ টাকার পার্থক্যে এত বড় সুবিধা পাওয়া সত্যিই চমকে দেওয়ার মতো। তাই নতুন প্ল্যান নেওয়ার আগে ব্যবহারকারীদের উচিত ভালো করে তুলনা করে নিজের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া।