আরজি কর-কাণ্ডের এক বছর: ফের হবে রাত দখল, কালীঘাট অভিযানের ডাক

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বর্ষপূর্তিতে ফের উত্তাল হতে চলেছে রাজপথ। সেই নারকীয় ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে আগামী…

আরজি কর-কাণ্ডের এক বছর: ফের হবে রাত দখল, কালীঘাট অভিযানের ডাক

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বর্ষপূর্তিতে ফের উত্তাল হতে চলেছে রাজপথ। সেই নারকীয় ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে আগামী ৯ অগাস্ট। তার আগেই ‘কালীঘাট চলো’ কর্মসূচির ডাক দিল অভয়া মঞ্চ। মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশে পদযাত্রার আহ্বান জানানো হয়েছে। স্লোগান, ‘‘বিচার চাই, দল নয়।’’

সোমবার সাংবাদিক বৈঠকে অভয়া মঞ্চ ও চিকিৎসক আন্দোলনের যৌথ প্ল্যাটফর্ম জানিয়েছে, হাজরা মোড়ে জমায়েত করে রাজ্যের চারটি জেলা থেকে আসা নাগরিকরা মিছিলে অংশ নেবেন। লক্ষ্য- মুখ্যমন্ত্রীর বাসভবন ‘কালীঘাট অভিযান’। একই সঙ্গে ১৪ অগাস্ট মধ্যরাতে ‘রাত দখল’ কর্মসূচি নিয়েও প্রস্তুতি তুঙ্গে।

   

এক দিনে দুই কর্মসূচি, স্পষ্ট রাজনৈতিক সীমানা

অন্যদিকে, ৯ অগাস্ট দিনেই ‘নবান্ন চলো’-র ডাক দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, সেই কর্মসূচি হবে ‘অরাজনৈতিক’ নাগরিক উদ্যোগ। যদিও অভয়া মঞ্চ স্পষ্ট জানিয়েছে, ‘‘BJP-র ডাকে আমরা হাঁটবো না।’’ গত বছরও একই দিনে ‘ছাত্র সমাজ’-এর ব্যানারে বিজেপির নবান্ন অভিযানে সাড়া দেয়নি তারা।

আরজি কর থেকে আজও থেমে নেই নির্যাতন, দাবি অভয়া মঞ্চের RG Kar case anniversary protest

মঞ্চের দাবি, ‘‘গত এক বছরে অসংখ্য আরজি কর ঘটেছে। নির্যাতন, ধর্ষণ ও খুনে থেমে নেই রাজ্য।’’ তারা প্রশ্ন তুলেছে, এত বড় কাণ্ডের পরও মুখ্যমন্ত্রী ও প্রাক্তন পুলিশ কমিশনারের ভূমিকা তদন্তের আওতায় কেন আসছে না? দ্রুত বিচার প্রক্রিয়া ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে।

Advertisements

এদিনই তারা ঘোষণা করে, ‘রাখি বন্ধন উৎসব’-এর মাধ্যমেও ৯ অগাস্ট সকালে নারী সুরক্ষা ও ঐক্যের বার্তা ছড়াবে অভয়া মঞ্চ। আর ১৪ অগাস্ট মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন করে ‘রাত দখল’ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে বাংলার সমস্ত প্রতিবাদী মানুষকে।

এবারের লড়াই কোথায় গিয়ে থামে, নজরে থাকবে রাজ্য প্রশাসনেও

একদিকে নাগরিক সমাজের প্রতিবাদ, অন্যদিকে রাজনৈতিক বিরোধীদের ‘নবান্ন চলো’। দুই মেরুতে দাঁড়িয়ে ৯ অগাস্টের রাজ্য রাজনীতি ও প্রতিবাদ সংস্কৃতি এবার নতুন মোড় নেবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। প্রশাসনের ভূমিকা, পুলিশের প্রস্তুতি ও জনসাধারণের অংশগ্রহণ- এই তিনে জমে উঠতে চলেছে সেই দিন।