মঞ্জু বনাম ক্রান্তি, কী হবে ফুলেরার ভবিষ্যত! আসছে Panchayat 5

‘পঞ্চায়েত’ (panchayat) নামটি এখন প্রায় প্রত্যেকেরই জানা। ইতিমধ্যেই রিলিজ করেছে চতুর্থ সিরিজ। আর সেই সিজনটিও সাড়া ফেলে দিয়েছে প্রত্যেকের হৃদয়ে। সচিবজি, পঞ্চায়েত প্রধান, প্রলাদচা, ভিলেন…

panchayat-5

‘পঞ্চায়েত’ (panchayat) নামটি এখন প্রায় প্রত্যেকেরই জানা। ইতিমধ্যেই রিলিজ করেছে চতুর্থ সিরিজ। আর সেই সিজনটিও সাড়া ফেলে দিয়েছে প্রত্যেকের হৃদয়ে। সচিবজি, পঞ্চায়েত প্রধান, প্রলাদচা, ভিলেন বনরাকস—সব চরিত্রকে ছাপিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে ‘বিনোদ’। বিনোদ ছিনিয়ে নিয়েছে ‘ম্যান অফ দ্য ম্যাচ’-এর খেতাব। ঠিক এই মুহূর্তেই টিভিএফ ঘোষণা করল— ফের দর্শকদের মনে জায়গা করতে আসছে ‘পঞ্চায়েত ৫’।

চতুর্থ সিজনে মঞ্জুদেবীকে পরাজিত করে পঞ্চায়েতের প্রধান হয়েছেন ক্রান্তিদেবী। গল্পের ছকে নতুন মোড়—আসন্ন বিধানসভা নির্বাচনের ইঙ্গিত মিলেছে আগেই। এবার আরও বড় ক্যানভাসে জমবে রাজনৈতিক লড়াই। একদিকে ‘প্রেশার কুকার’ প্রতীক, অন্যদিকে ‘লাউ’—পঞ্চম সিজনে যে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠবে, তা বলাই বাহুল্য।

   

‘পঞ্চায়েত’ দেখে ‘ফুলেরা’ গ্রামের মুগ্ধ হননি এমন দর্শক কমই আছেন। পর পর তিনটি সিরিজে ছক্কা হাঁকিয়ে এবার ফের একবার পুরো ব্যাটেলিয়ন নিয়ে ফিরেছেন সচিবজি জীতেন্দ্র তিওয়ারি। চতুর্থ মরশুমের গল্পের প্রেক্ষাপট ফুলেরা গ্রামপঞ্চায়েতের ভোট। মঞ্জুদেবীর বিপরীতে ক্রান্তির লড়াই ফুলেরার রাজনীতিতে এনে দিয়েছে পরিণতির ছাপ। ক্রান্তির জিত আর মঞ্জুদেবীর হারে যেন দর্শকদের মাথায় বাজ পড়েছে! তাই পঞ্চম সিজনের প্রেক্ষাপট হেরে যাওয়া দলের ঘুরে দাঁড়ানোর কাহিনি। নির্মাতারা জানিয়ে দিয়েছেন, আরও একবার ফুলেরায় আসার জন্য প্রস্তুত হোন। নতুন মরশুম নিয়ে আসছি। সেই পোস্টারেই তাঁরা জানিয়েছেন, ‘পঞ্চায়েত ৫’ (Panchayat 5) মুক্তি পাবে ২০২৬ সালে।

Advertisements

চতুর্থ সিজন শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মনে কৌতুহল জমেছিল, কোনদিকে গড়াবে মঞ্জু বনাম ক্রান্তির লড়াই। জানা যাচ্ছে, সেই প্রেক্ষাপটেই এগোবে গল্প। তবে নতুন সিরিজে নজর থাকবে সচিবজির সঙ্গে রিংকির প্রেমের দিকেও। কারণ দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, ‘রিংকি’ সানভিকা জীতেন্দ্রকে চুমু খেতে চাননি, তাই চিত্রনাট্য বদলাতে হয়েছিল। এবার কি জুটির রোম্যান্স দেখতে পাবেন দর্শকরা? সেই উত্তরের অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা।