Tata Harrier EV কয়েক ঘণ্টায় 10,000 বুকিং পেয়ে ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় নয়া নজির গড়ল!

Tata Harrier EV সম্প্রতি ভারতীয় ইলেকট্রিক গাড়ির বাজারে লঞ্চ হয়েছে। বুকিং শুরু হওয়ার প্রথম দিনেই গাড়িটি ১০,০০০ বুকিং পেয়ে সকলকে তাক লাগিয়েছে। এদিকে টাটা মোটরস…

Tata Harrier EV secures 10,000 bookings

Tata Harrier EV সম্প্রতি ভারতীয় ইলেকট্রিক গাড়ির বাজারে লঞ্চ হয়েছে। বুকিং শুরু হওয়ার প্রথম দিনেই গাড়িটি ১০,০০০ বুকিং পেয়ে সকলকে তাক লাগিয়েছে। এদিকে টাটা মোটরস বৈদ্যুতিক এসইউভি মডেলটির উৎপাদন আরম্ভের ঘোষণা করেছে। ইতিমধ্যেই গাড়িটি সংস্থার ডিলারগুলিতে পৌঁছানো শুরু করেছে। চলতি মাসের শেষের দিক থেকেই এর ডেলিভারি চালু হবে বলে আশা করা হচ্ছে।

Tata Harrier EV-র প্ল্যাটফর্ম ও ড্রাইভট্রেন

টাটা মোটরসের নতুন Tata Harrier EV তৈরি হয়েছে আধুনিক acti.ev+ আর্কিটেকচারে। গাড়িটি দুই ধরনের ড্রাইভট্রেনে আসছে – রিয়ার‑হুইল ড্রাইভ (RWD) ও কোয়াড‑হুইল ড্রাইভ (QWD)। RWD‑তে পেছনের অ্যাক্সেলে একটি মোটর, আর QWD‑তে সামনা‑পিছু দু’টি মোটর মিলিয়ে চার‑চাকার শক্তি সরবরাহ করবে।

   

ভারতে লঞ্চ হল 2025 Triumph Speed Triple 1200 RS, এখন আরও শক্তিশালী ও আধুনিক

পারফরম্যান্স, ব্যাটারি ও রেঞ্জ

RWD সংস্করণে ৬৫ kWh ব্যাটারির সঙ্গে সর্বোচ্চ ২৩৫ বিএইচপি শক্তি ও ৩১৫ এনএম টর্ক মিলবে, যার MIDC অনুমোদিত রেঞ্জ ৫৩৮ কিলোমিটার। ৭৫ kWh বড় ব্যাটারি নিলে রেঞ্জ বাড়ে ৬২৭ কিমি (RWD)‑তে এবং QWD‑তে ৬২২ কিমি। QWD ভ্যারিয়েন্ট দুই মোটরের সমন্বয়ে ৩৯১ বিএইচপি শক্তি ও ৫০৪ এনএম টর্ক জোগায়, যা অফ‑রোডসহ যেকোনও ট্র্যাকশনে বাড়তি ভরসা দেবে।

Advertisements

কেবিন জুড়ে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং হারম্যানের সঙ্গে যৌথভাবে তৈরি হাই‑এন্ড Samsung Neo QLED ইনফোটেনমেন্ট স্ক্রিন, যাকে Dolby Atmos সাউন্ড সিস্টেম পূর্ণাঙ্গ অডিও‑অনুভূতি দিয়েছে। ৫৪০‑ডিগ্রি ক্যামেরা, ডিজিটাল IRVM ও ‘ট্রান্সপারেন্ট হুড ভিউ’ অফ‑রোডে সামনের তলভাগ স্পষ্ট দেখতে সাহায্য করে, পার্কিং বা সংকীর্ণ রাস্তা পেরোতেও সুবিধা হয়।

নতুন হ্যারিয়ার ইভি চারটি আকর্ষণীয় রঙে মিলবে—নৈনিতাল নকটার্ন, এমপাওয়ার্ড অক্সাইড, প্রিস্টিন হোয়াইট ও পিওর গ্রে। পাশাপাশি রয়েছে স্টিলথ এডিশন, যার সর্বাঙ্গে ব্ল্যাক ফিনিশ গাড়িটিকে আক্রমণাত্মক ও স্পোর্টি লুক দেয়।

টাটা মোটরস জানিয়েছে, Tata Harrier EV-এর উৎপাদন ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ডিলারশিপে গাড়ি পৌঁছতে শুরু করবে খুব শিগগিরই। চলতি মাসের শেষ দিকেই গ্রাহকদের হাতে গাড়ি তুলে দেওয়া হবে। প্রথম দিনেই ১০,০০০ বুকিং ছাড়িয়ে যাওয়ায় বাজেটে ফিচারসমৃদ্ধ, দীর্ঘ রেঞ্জের একটি দেশীয় বৈদ্যুতিক এসইভি হিসেবে হ্যারিয়ার ইভি নিজের জন্য শক্ত অবস্থান তৈরি করল।