কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির থেকে ডাকা হয়েছে সর্বভারতীয় ধর্মঘট। বুধবার অর্থাৎ ৯ জুলাই এই ধর্মঘটে সামিল হচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠন। তাঁদের দাবি, মোদী সরকারের চালু করা নতুন শ্রম কোড বাতিল করতে হবে। কিন্তু সেই বনধের দিনও প্রতিদিনের ন্যায় স্বাভাবিক নিয়মে খোলা থাকবে রাজ্যের সমস্ত সরকারি দফতর। এ নিয়ে নবান্ন(Nabanna)-এর তরফ থেকে একটি স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, বুধবার কোনোও ছুটি নয়, কর্মীদের বাধ্যতামূলক ভাবে হাজিরা দিতে হবে। অর্থাৎ, সরকারি দফতরের সমস্ত কর্মব্যবস্থা স্বাভাবিক থাকবে।
অডিট ব্রাঞ্চ থেকে জারি হওয়া একটি নির্দেশিকায় জানানো হয়েছে, বুধবার কোনওভাবেই ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ছুটি গ্রহণযোগ্য নয়। যে কর্মীরা ওই দিন অনুপস্থিত থাকবেন, তাঁদের বেতন কাটা যাবে। অনুপস্থিতিকে ‘ডাইস-নন’ হিসেবে গণ্য করা হবে।
অডিট ব্রাঞ্চ থেকে জারি করা নির্দেশিকায় আরোও কয়েকটি বিষয় জানানো হয়েছে। বুধবার কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে দেওয়া হবে বিশেষ ছাড়। সেই ছাড়গুলি হল- কোনও কর্মী হাসপাতালে ভর্তি থাকলে, পরিবারে মৃত্যুর ঘটনা ঘটলে,৮ জুলাইয়ের আগে থেকে গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকলে, ৮ জুলাইয়ের আগেই অনুমোদিত মাতৃত্বকালীন ছুটি, চাইল্ড কেয়ার লিভ, মেডিক্যাল বা আর্নড লিভে থাকলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জুলাই যদি কোনও কর্মী অফিসে না আসেন, তবে তাঁকে শোকজ নোটিস পাঠানো হবে। সন্তোষজনক জবাব ও যথাযথ নথি না দিলে তাঁর ছুটি মঞ্জুর করা হবে না। এমনকি, পরবর্তী সময়ে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। এই নির্দেশিকা কার্যকর করতে সমস্ত দফতরের আধিকারিকদের ৩১ জুলাইয়ের মধ্যে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে অর্থ দফতরে।