আসন্ন ফুটবল সিজনের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গোছাতে শুরু করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। নয়া কোচের পরিকল্পনা অনুযায়ী এক্ষেত্রে একাধিক ফুটবলারদের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের। সেই সাথে দেশীয় ফুটবলারদের পাশাপাশি এক্ষেত্রে বেশকিছু বদল দেখা যেতে পারে দলের বিদেশি ফুটবলারদের নির্বাচনের ক্ষেত্রে। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর আগের মরসুমে স্কোয়াডে থাকা চারজন বিদেশি ফুটবলারদের দলে রেখেই হয়তো পরিকল্পনা সাজাতে চলেছেন ডেভিড কাতলা। যাদের মধ্যে থাকতে পারেন আদ্রিয়ান লুনা থেকে শুরু করে ডুসান ল্যাগেটর, জেসুস জেমিনেজ এবং নোয়া সাদাউয়ের মতো তারকা।
সেই সাথে সব ঠিকঠাক থাকলে অন্যান্য সিজন গুলির মতো দলে দেখা যেতে পারেন দলের উইঙ্গার। যদিও সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তাঁর পারফরম্যান্সের দিকে নজর রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ক্লাব। সেই সাথে দেশীয় ব্রিগেডের উপর বাড়তি নজর দিচ্ছে ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছে, শেষ কয়েক বছরের তুলনায় এবার অনেকটাই শক্তিশালী হতে চলেছে ভারতীয় ব্রিগেড। স্বাভাবিকভাবেই দলের মধ্যে যে একাধিক বদল আসবে সেই ইঙ্গিত মিলেছিল আগেই। গত সপ্তাহে সেই অনুযায়ী রিলিজ করা হয়েছে একাধিক ফুটবলারকে। খুব শীঘ্রই ঘোষণা করা হতে পারে নতুন ফুটবলারদের নাম।
তবে শুধুমাত্র সিনিয়র দল নয়। রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করার লক্ষ্যে বিগত কয়েক মাস ধরেই একাধিক তরুণ প্রতিভার দিকে নজর ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবের। যার মধ্যে এবার শোনা যাচ্ছে সুমিত শর্মার নাম। উল্লেখ্য, গত ২০২৩-২০২৪ মরসুমে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব ১৭ যুব লিগ জয় করেছিলেন মনিপুরের এই ফুটবলার। পাশাপাশি অরুণাচল প্রদেশকে সাফ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে ও বিশেষ ভূমিকা ছিল বছর আঠারোর এই ডিফেন্ডারের।
সমস্ত কিছু খতিয়ে দেখেই ভারতের ক্লাসিক ফুটবল অ্যাকাডেমি থেকে তাঁকে চূড়ান্ত করার পথে ইন্ডিয়ান সুপার লিগের এই ফুটবল দল। কথাবার্তা ও প্রায় নিশ্চিত করে ফেলা হয়েছে উভয় দলের তরফ থেকে।