কলকাতা থেকে ৯৯ টানেল ৯২০টি বাঁক পার করে ট্রেন এসে থামল কালকা। সেখান থেকে টয় ট্রেনে চেপে সিমলা (Shimla)অ্যান্ড দ্য জার্নি স্টার্ট।
১ম দিন
সিমলা ট্যুরটা শুরু হোক কালীবাড়ি দিয়ে। দেবীদর্শনের পর পাখির চোখে সিমলা দর্শন করতে চলে যান জাখু হিলস। সন্ধ্যায় বেড়ান ম্যালে। এখানে রয়েছে ১৬০ বছরের পুরনো চার্চ আংলেশিয়ান ক্রাইস্ট।
ইতিহাস: শ্যামলাদেবীর নাম থেকে জায়গার নাম হয়েছে সিমলা।
২য় দিন
শুরু সিমলা অবজারভেটরি হিলস দিয়ে। এর পর চ্যাডউউক ঝর্না, আনানডেলরেসকোর্স, তারাদেবী ও স্কোটমোচন মন্দির। এছাড়া দেখুন ১৮৮৮ সালে তৈরি লড ডাফরিনের বাংলো (১০টা-৫টা)। তারপর চলে আসুন চেইল। চেইল প্যালেসের জন্য জায়গাটি খুবই জনপ্রিয়। রাতটা এখানেই কাটান।
৩য় দিন
‘সিধবাবা কা মন্দির’ ও ‘বেইল অভয়ারণ্য’ দেখে বেড়িয়ে পড়ুন কুলুর উদ্দেশ্যে। কুলুর আকর্ষণ ভিখালির ভুবনেশ্বর ও বিজলি মহাদেবের মন্দির।
মিথ: বিজলি মন্দিরের শিবলিঙ্গের মাথা প্রতি বছর বজ্রপাতে ফেটে যায়। মন্দিরের সেবায়েতরা ঘি, মাখন দিয়ে ভাঙা অংশে প্রলেপ লাগায়। আবার আগের আবস্থায় ফিরে আসে শিবলিঙ্গ।
৪র্থ দিন
কুলু থেকে কাসল হয়ে মণিকরণ ঘুরে সোজা মানালি। পথে মণিকরণের উষ্ণ প্রস্রবণের স্নান করতে পারেন। এদিন মানালির আশেপাশের জায়গা, যেমন বনবিহার নেচার পার্ক, হিড়িম্বা মন্দির, হিমাচলি ফোক মিউজিয়াম এবং রাতে ম্যালে ঘুরে আসুন।
ইতিহাস:মনু ঋষির তপস্যার স্থান। ওঁনার নাম থেকেই উপত্যকার আ মানালি।
৫ ম দিন
বশিষ্ঠ মুনির মন্দির ঘুরে সোলাং ভ্যালি দেখে সোজা রোটাং পাস। তারপর ব্যাক টু হোম।
কেনাকাটা:
সিমলার লক্কড় বাজার থেকে কাঠের সামগ্রী। কৃষ্ণা বেকারির কেক ও কুকিজ।
কুলুর শাল, খোবানি, জ্যাম, জেলি খুব বিখ্যাত।
মানালির লাল চাল।
স্ট্রিট ফুড:
সিমালা ঠান্ডি সড়কে বর্মা টি স্টলের চা, মেহরু হালওয়াই থেকে রাজ কচুরি, ম্যাল রোডের শের-ই-পঞ্জাবের মাটন কাবার গ্রেভি এবং কড়াই চিকেন।
মানালি খাইবার রেস্টুরেন্টের ট্রেউট মাছের তন্দুরি
হিমাচল ফুড বাবরু, পাতানদি, আখরোতি, ক্যান্টোনিজ নুডুলস, ভেয়।
কোথায় থাকবেন:
সিমলা দি হলিডে হোম (০১৭৭-২৮১২৮৯০/৯৫) ভাড়া: ৮০০-৬০০০ টাকা।
দি পিটারহফ (০১৭৭-২৮১২২৩৬) ভাড়া: ২.৫০০ -৬০০০ টাকা।
চেইল দ্য প্যালেস ( ০১৭৯২-২৪৮১৪১) ভাড়া ২০০০-৮.৫০০ টাকা
চেইল ইন (০১৭-৯২২৮-৮৫৫৮) ভাড়া ১.৫০০-২০০০ টাকা।
কুলু সিলভার মুন (০১৯০২-২২২৪৮৮) ভাড়া ১.৭০০-২.৬০০ টাকা।
নেস্ট (০১৯০২-০২২২-২৬৮৫) ভাড়া ১০০০-১.৫০০ টাকা।
মানালি দি রোটাং মানালসু (০১৯০২-২৫২৩৩২) ভাড়া ৯০০-৩০০০টাকা।
হিলটপ (০৯৮৩০৩-৭১৭৪৪) ভাড়া ১.২০০-৩.৫০০ টাকা।
যোগাযোগ:
ট্রেকিং: ০৯৪৫৯৮৩১৭৮৮, ৯০৬৭৬৮০৩৪২
প্যারাগ্লাইডিং: ০৯৪৫৯৮৩১৭৮৮- ৯১-৮০৯১৭৩৫৮২৩
র্যাফটিং: ০৮০৯১৭৩৫৮২৩, ০৯৬৫০১৩৬৬৭৭
ক্যাম্পিং: ৯১-৯৪৫৯৫৯৫১১৭, ৯৫৭৪০৮৬১০৭
মনে রাখবেন:
কলকা থেকে সিমলা টয় ট্রেনের টিকিট বুকিং অবশ্যই অনলাইনে আগে করে নেবেন।
তথ্য: হিমাচল ট্যুরিজম