ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলার বিদ্ধ দক্ষিণবঙ্গ, জেলায় জেলায় চলবে ঝড়-বৃষ্টি

কলকাতা:  ফের সক্রিয় মৌসুমি পরিস্থিতি বাংলার আকাশে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশার উত্তর দিকের ঘূর্ণাবর্তের জেরে রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে…

Bengal monsoon rain low pressure

কলকাতা:  ফের সক্রিয় মৌসুমি পরিস্থিতি বাংলার আকাশে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশার উত্তর দিকের ঘূর্ণাবর্তের জেরে রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ। এর প্রভাবেই গোটা দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কোন পথে নিম্নচাপ

আবহবিদদের মতে, নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে গিয়ে আগামী তিন দিনের মধ্যে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে। একইসঙ্গে দেশের পশ্চিম প্রান্ত থেকে বাংলার দিকে বিস্তৃত হয়ে আসা মৌসুমি অক্ষরেখাটিও এই আবহাওয়া ব্যবস্থাকে আরও জোরদার করে তুলেছে।

   

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ওই অক্ষরেখাটি সুরতগড়, সিরসা, দিল্লি, লখনউ, বেনারস, ডালটনগঞ্জ, বাঁকুড়া ও দিঘা হয়ে উত্তর বঙ্গোপসাগরে এসে মিশেছে। এই সংযুক্ত আবহাওয়া ব্যবস্থার জেরে দক্ষিণবঙ্গের আকাশে জমেছে ঘন কালো মেঘ।

দক্ষিণবঙ্গে ১৫ জেলায় বৃষ্টির সতর্কতা  Bengal monsoon rain low pressure

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের অন্তত ১৫টি জেলায় বৃষ্টি হতে পারে। পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।

Advertisements

মঙ্গলবার বিকেল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে আশাবাদী আবহাওয়া দফতর।

কলকাতার আকাশে মেঘ, বৃষ্টিতে কমেছে তাপমাত্রা

সোমবার সকালে কলকাতার আকাশও মেঘলা। বৃষ্টির কারণে শহরের তাপমাত্রা কিছুটা কম। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সোমবারও তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গেও বৃষ্টি, হিমালয় সংলগ্ন জেলায় সতর্কতা

নিম্নচাপের প্রভাব শুধু দক্ষিণবঙ্গে সীমাবদ্ধ নয়, উত্তরবঙ্গেও এর প্রভাব পড়েছে। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই ওই অঞ্চলের জন্য হলুদ সতর্কতা জারি করেছে। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।