রেলওয়ে এফসির ম্যাচ নিয়ে কতটা আশাবাদী বাগান কোচ?

এবারের কলকাতা লিগের (Calcutta Football League) শুরুটা খুব একটা ভালো থাকেনি মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তাঁদের পরাজিত হতে হয়েছিল পুলিশ…

Mohun Bagan SG start CFL 2025 agaisnt Police AC match

এবারের কলকাতা লিগের (Calcutta Football League) শুরুটা খুব একটা ভালো থাকেনি মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তাঁদের পরাজিত হতে হয়েছিল পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে। সেই পরাজয় কিছুতেই মেনে নিতে পারেননি সমর্থকরা। ম্যাচ শেষে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল সমর্থকদের। এই হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল বাগান ব্রিগেড। সেইমতো গত কয়েকদিন আগেই কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে বিরাট বড় ব্যবধানে পরাজিত করে মোহনবাগান। যারফলে নিঃসন্দেহে আত্মবিশ্বাসী হয়ে পরের ম্যাচ খেলতে পারবে সকলে।

সূচি অনুসারে সোমবার বিকেলে লিগের তৃতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে রেলওয়ে এফসি। গত ম্যাচের মতো এই ম্যাচে ও নজর থাকবে সকল সমর্থকদের। তবে রেলওয়ে এফসির অভিজ্ঞ গোলরক্ষককে টেক্কা দিয়ে গোলের মুখ খুলতে যথেষ্ট বেগ পেতে হবে বাগান শিবিরকে। তবুও নিজেদের সেরাটা দেওয়ার মরিয়া চেষ্টা থাকবে সকলের। আসন্ন এই ফুটবল ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী বাগান কোচ ডেগি কার্ডোজো।

   

ম্যাচের আগেরদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আমাদের কাছে যথেষ্ট অল্প সময় ছিল। মাত্র তিনটে দিন পেয়েছিলাম। আরও একটা দিন পেলে সুবিধা হতো। সবদিক মাথায় রেখেই আমরা পরিকল্পনা সাজিয়েছি। তবে খেলোয়াড়রা যথেষ্ট ইতিবাচক রয়েছে। অনুশীলনে যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে। আমরা তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করবো। তবে যেহেতু বহু তরুণ ফুটবলার রয়েছে তাই এক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস সমস্যার কারণ হতে পারে। সেইদিক মাথায় রেখেই সকলকে সাবধান করেছি। তবে আগের ম্যাচে জয় নিঃসন্দেহে অনেকটাই মাইলেজ বাড়িয়ে দেবে।”

Advertisements

আরও বলেন,‌ ” কলকাতা লিগ যথেষ্ট কঠিন টুর্নামেন্ট। অন্যান্য রাজ্যের তুলনায় যথেষ্ট চাপের। একবার ম্যাচ থেকে হারিয়ে গেলে পয়েন্ট খোয়াতে হবে। প্রথম ম্যাচে আমরা সেই শিক্ষা পেয়েছি। তাই সাবধানতা অবলম্বন করে খেলতে হবে‌। পুরো নব্বই মিনিট মাঠে লড়াই করতে হবে।”