ইউক্রেনে রাশিয়ার আক্রমণ (Ukraine War) শুরুর এক মাস পর কতজন শরণার্থী আশ্রয় দেবে তা জানালো মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ঘোষণা করল, তারা সর্বোচ্চ এক লক্ষ ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিতে রাজি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপ সফর করার মাঝে শরণার্থীদের আশ্রয় দান নিয়ে মন্তব্য করেছেন।রাষ্ট্রসংঘের তথ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে ৩৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছেন। এদের সিংহভাগই আশ্রয় নিয়েছেন আশপাশের দেশগুলিতে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়্ছে, তারা আশ্রয় নিতে আগ্রহী ইউক্রেনীয়দের জন্য শরণার্থী পুনর্বাসন কর্মসূচি সহ বৈধ সবধরনের উপায় ব্যবহার করবে।
রয়টার্স জানিয়েছে, বাইডেন প্রশাসন ইউক্রেনীয় শরণার্থীদের জন্য পরিবারভিত্তিক ভিসা বা ‘মানবিক প্যারোল’ নামে পরিচিত আরেকটি অস্থায়ী প্রক্রিয়া ব্যবহার করতে পারে। ইউক্রেনীয় শরণার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত হলেও এসব মানুষ ইউরোপে থাকতেই বেশি আগ্রহী, যেখানে তারা ভিসামুক্ত চলাচলের সুবিধা পাবেন।
<
p style=”text-align: justify;”>যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। এ ছাড়া হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়াসহ রাশিয়াতেও লাখ লাখ ইউক্রেনীয় প্রবেশ করেছেন। ইউক্রেনীয় শরণার্থী ও তাদের আশ্রয়দাতা দেশগুলোর জন্য কয়েক বিলিয়ন ডলারের অর্থ সাহায্য অনুমোদন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।