মরসুম শুরুর আগে একসঙ্গে অনুশীলন দুই প্রধানের ফুটবলারদের

গত ২৫শে জুন কলকাতা ফুটবল লিগের মধ্য দিয়ে শুরু হয়েছে ফুটবলের নতুন সিজন‌ (Pre-Season Prep)। ইতিমধ্যেই সেই প্রিমিয়ার ডিভিশন লিগের দুটি করে ম্যাচ খেলে ফেলেছে…

East Bengal’s Prabhsukhan Singh Gill and Mohun Bagan’s Deepak Tangri Train Together in Pre-Season Prep for ISL 2025

গত ২৫শে জুন কলকাতা ফুটবল লিগের মধ্য দিয়ে শুরু হয়েছে ফুটবলের নতুন সিজন‌ (Pre-Season Prep)। ইতিমধ্যেই সেই প্রিমিয়ার ডিভিশন লিগের দুটি করে ম্যাচ খেলে ফেলেছে প্রায় প্রত্যেকটি ফুটবল ক্লাব। অন্যান্য বছরগুলির মত এবার ও প্রথম থেকেই জমজমাট হয়ে উঠেছে বাংলার এই ঘরোয়া টুর্নামেন্ট। বর্তমানে সেই দিকেই নজর রয়েছে সকল ফুটবলপ্রেমীদের। মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপর জুলাইয়ের মাঝামাঝি সময় শুরু হয়ে যাবে আরেক ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। ডুরান্ড কাপ। ইতিমধ্যেই সেই টুর্নামেন্টে অংশগ্রহণ থেকে দেশের একাধিক ফুটবল ক্লাব নিজেদের নাম প্রত্যাহার করলেও হয়তো খেলতে দেখা যাবে কলকাতার দল গুলিকে।

তার কিছু মাস পরেই শুরু হবে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএলের আয়োজন ঘিরে অনিশ্চয়তা দেখা দিলেও মনে করা হচ্ছে মাস্কয়েকের মধ্যেই হয়তো অনুকূলে আসবে পরিস্থিতি। সেইমতো সাজাতে শুরু করে দিয়েছে টুর্নামেন্টের প্রত্যেকটি ফুটবল ক্লাব। তার আগেই নিজেদের ফিট রাখতে মরিয়া প্রত্যেক ফুটবলার। সেজন্য ইতিমধ্যেই জিম সেশনের পাশাপাশি বল পায়ে অনুশীলন শুরু করে দিয়েছেন ফুটবলাররা। গতবারের সমস্ত কিছু ভুলে এবার নিজেদের মেলে ধরার লড়াই।

   

সেই নিয়েই বেশ কয়েক ঘন্টা আগে নিজের সোশ্যাল সাইটে একটি ছবি আপলোড করেছিলেন ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখান সিং গিল। যেখানে ভাই গুরসিমরত সিং গিলের পাশাপাশি দেখা গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের ডিফেন্সিভ মিডফিল্ডার দীপক টাংড়িকে। উল্লেখ্য, শেষ সিজনে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি লাল-হলুদের এই গোলরক্ষকের। অপরদিকে যখনই সুযোগ পেয়েছেন নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন দীপক টাংড়ি। পুরনো সমস্ত হতাশা ভুলে দলের হয়ে নিজেদের সর্বস্ব উজাড় করে দেওয়ার চ্যালেঞ্জ। এবার উভয় পক্ষের।

Advertisements

নেটমাধ্যমে এমন ছবি সহজেই মন জয় করেছে দুই প্রধানের সমর্থকদের। এবারের এই মরসুমে নিজেদেরকে আদৌ কতটা মিলে ধরতে পারেন উভয় ফুটবলার এখন সেটাই দেখার। ‌