কংগ্রেসি স্যানিটারি প্যাডে ‘পাপ্পু’র ছবিতে ভাইরাল রাহুল গান্ধী

মহিলাদের কাছে স্যানিটারি ন্যাপকিন (Rahul Gandhi) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা। সমাজে আজকের দিনে দাঁড়িয়েও স্যানিটারি ন্যাপকিন নিয়ে রয়েছে সামাজিক ট্যাবু। বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চল তো…

Rahul Pad controversy

মহিলাদের কাছে স্যানিটারি ন্যাপকিন (Rahul Gandhi) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা। সমাজে আজকের দিনে দাঁড়িয়েও স্যানিটারি ন্যাপকিন নিয়ে রয়েছে সামাজিক ট্যাবু। বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চল তো বটেই, শহরেও এই ট্যাবু বর্তমান। এবার সেই স্যানিটারি ন্যাপকিন নিয়েই শুরু রাজনৈতিক তরজা।

এই বিতর্কের সূত্রপাত হয়েছে আসন্ন বিহার নির্বাচনে কংগ্রেসের নেওয়া একটি অভিনব পদক্ষেপ কে কেন্দ্র করে। নির্বাচনের প্রচারের জন্য এবার কংগ্রেস বেছে নিয়েছে মহিলাদের নিত্য প্রয়োজনীয় এই প্যাড কে এবং তাতে জ্বলজ্বল করছে রাহুল গান্ধীর ছবি। কংগ্রেসের এই ‘প্রিয়দর্শিনী উদ্যান যোজনার’ এজেন্ডা অনুযায়ী রাহুল গান্ধীর ছবি ওয়ালা পাঁচ লক্ষ স্যানিটারি প্যাড বিলি করা হবে বিহারের মহিলাদের কাছে।

   

কিন্তু বিধি বাম। ‘পাপ্পু’ (Rahul Gandhi) ভাবেন এক আর হয় আর এক। এই এজেন্ডায় কার্যত ক্ষুব্ধ বিহারের মহিলা মহল। তাদের দাবি স্যানিটারি প্যাড এর মতো স্পর্শকাতর জিনিসে রাহুল গান্ধীর ছবি মহিলাদের অবমাননা। যে স্যানিটারি প্যাড নিয়ে আজকের দিনেও সামাজিক ট্যাবু রয়েছে তাতে রাহুল গান্ধীর মত একজন নেতার মুখ বিহারের মহিলারা সংগত কারণেই মেনে নিতে পারেননি।

পারার কথাও নয়।(Rahul Gandhi) স্বভাবতই বিহারের মহিলা মহল কংগ্রেসের এই প্রচারে ক্ষুব্ধ এবং তারা বিভিন্ন সমাজ মাধ্যমে এসে প্রশ্ন করছেন যে কংগ্রেস এতো নিচে নামতে পারে কি করে। যেখানে নির্বাচনের প্রচার করতে গিয়ে মহিলাদের সম্মান হানি করতে হয়।

অনেকে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi) কি আজকাল বলিউডের সিনেমা বেশি দেখছেন। তার এই প্রচার মনে করিয়ে দিয়েছে জনপ্রিয় ছায়াছবি প্যাড ম্যান এর কথা। কংগ্রেস নেত্রী অলকা লাম্বা আবার যুক্তি খাড়া করেছেন বিহারের প্রত্যন্ত গ্রামে এখনও মহিলারা স্যানিটারি ন্যাপকিনের বদলে কাপড় ব্যবহার করেন। যা তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং তা অন্যের ও সংক্রমণের কারণ হতে পারে।

Advertisements

তবে এই ঘটনায় নেতিবাচক (Rahul Gandhi) মন্তব্যের মধ্যেও কিন্তু পাবলিসিটি পেয়েছেন রাহুল গান্ধী। এই ঘটনা বিহারে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছে। যদিও বিরোধীরা এই কাজকে নির্বুদ্ধিতা বলেছেন। কিন্তু কংগ্রেসের সাফাই যে তাদের উদ্দেশ্য ছিল মহিলা ভোটারদের আকর্ষণ করা।

রামতীর্থ ঘোরার সুযোগ করে দিল IRCTC, ঘোষণা করল নতুন প্যাকেজের

তবে এই পদক্ষেপ (Rahul Gandhi) অভিনব হলেও তা তাদের উল্টো সমালোচনার মুখে ফেলেছে। সামাজিক মাধ্যমে ব্যাপক পাবলিসিটি হলেও, এটি কংগ্রেসের জন্য ইতিবাচক ফল বয়ে না তা বলাই বাহুল্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিহারের মহিলারা এই প্রচারকে নক্কার জনক এবং অবমাননাকর বলেছেন যা আগামী নির্বাচনে কংগ্রেসের নির্বাসনের কারো হয়ে দাঁড়াতে পারে।