সারা দেশে বন্ধ হয় সংবাদ সংস্থা রয়টার্সের এক্স হ্যান্ডেল। রবিবার দুপুরে আচমকাই বন্ধ হয়ে যায় এই এক্স হ্যান্ডেলটি। রয়টার্সের এক্স হ্যান্ডেলে লেখা রয়েছে যে আইনি কারণে ওই অ্যাকাউন্ট আপাতত বন্ধ। তবে ভারত সরকার থেকে জানানো হয়েছে, ‘সংবাদ সংস্থা রয়টার্সের অফিশিয়াল এক্স হ্যান্ডেল ভারতে বন্ধ হয়ে যাওয়ায় তাদের কোনও ভূমিকা নেই।’ কোনও প্রয়োজনে রয়টার্সের অ্যাকাউন্ট বন্ধ করতে অনুরোধ করা হয়নি বলে জানিয়েছে কেন্দ্র। কেন রয়টার্সের অ্যাকাউন্ট বন্ধ, সেই নিয়ে এক্সের সঙ্গে আলোচনা করছে কেন্দ্র।
রবিবার দুপুরে আচমকাই ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক্স হ্যান্ডেল বন্ধ হয়ে যায় গোটা দেশে।আর তারপরই কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এ বিষয় নিয়ে একজন মুখপাত্র বলেন, ‘রয়টার্সের অ্যাকাউন্ট বন্ধের কোনও অনুরোধ ভারত সরকারের পক্ষ থেকে করা হয়নি। আমরা এক্স-এর সঙ্গে যোগাযোগ রেখে সমস্যার সমাধানের চেষ্টা করছি।’ তবে দীর্ঘ সময় কেটে গেলেও রয়টার্সের এক্স অ্যাকাউন্টটি বন্ধই হয়ে রয়েছে।
জানা যাচ্ছে, অপারেশন সিঁদুরের সময়ে কেন্দ্রীয় সরকার একগুচ্ছ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য এক্স কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল। সেসময় অনেক অ্যাকাউন্ট বন্ধ হলেও সক্রিয় ছিল রয়টার্সের অ্যাকাউন্ট। এতদিন পরে অবশেষে রয়টার্সের অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। কেন্দ্রের তরফে মনে করা হচ্ছে, এতদিন পরে অ্যাকাউন্ট বন্ধ করার কোনও প্রাসঙ্গিকতা নেই।
ইতিমধ্যেই কেন্দ্রের তরফে এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে রয়টার্সের অ্যাকাউন্ট চালু করার জন্য। তবে কেন্দ্রের এক সূত্রের মতে, এতদিন পরে রয়টার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা আসলে এক্সের ত্রুটি। গত ৭ মে কেন্দ্রীয় সরকারের থেকে অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু দু’মাস পরে তা কার্যকর করাটা অর্থহীন। তবে রয়টার্সে প্রধান অ্যাকাউন্ট এবং বিশ্ব সংক্রান্ত অ্যাকাউন্ট-এই দু’টি বন্ধ রয়েছে। এখনও রয়টার্সের তরফে এই ঘটনা নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে শোনা যাচ্ছে, দ্রুতই চালু করে দেওয়া হবে রয়টার্সের সমস্ত অ্যাকাউন্ট।
প্রসঙ্গত, অবশ্য রয়টার্সের টেক নিউজ, ফ্যাক্ট চেক, চিন বা এশিয়ার মত কিছু সাব-হ্যান্ডল এখনও খোলা রয়েছে। তবে মূল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে বিশ্বাসযোগ্য সংবাদের প্রবাহে বড় রকমের বাধা তৈরি হয়েছে ভারতীয় পাঠকদের জন্য।