Real Madrid vs Borussia Dortmund: আধঘন্টা ও বাকি নেই। তারপরেই আজ রবিবার ভারতীয় সময় রাতে শুরু হয়েছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের পরবর্তী কোয়ার্টার ফাইনাল। যেখানে মুখোমুখি হতে চলেছে বিশ্বের অন্যতম দুই শক্তিশালী ফুটবল ক্লাব। রিয়াল মাদ্রিদ এবং বুরুসিয়া ডর্টমুন্ড। উল্লেখ্য, জনপ্রিয়তার দিক থেকে গোটা পৃথিবীর প্রথম সারির একেবারে প্রথমদিকেই রয়েছে স্পেন ও জার্মানির এই দুই ফুটবল দল। সাফল্যের পাশাপাশি বছর বছর বহু তারকার জন্ম দিয়েছে এই দুই দল। এবার ক্লাব ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দুই পক্ষ।
বিশ্বের অধিকাংশ ফুটবলপ্রেমীদের নজর থাকবে আজকের এই ম্যাচের দিকে। বলাবাহুল্য, এবার যথেষ্ট হতাশার মধ্যে দিয়ে সিজন শেষ করেছে পনেরো বারের ইউসিএল জয়ীরা। একের পর এক টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়েছিল মাদ্রিদের এই ফুটবল দল। সেই হতাশা কাটিয়ে ক্লাব বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করে সমর্থকদের মুখে হাসি ফোটাতে মরিয়া রিয়াল। অন্যদিকে, দলের দায়িত্ব পাওয়ার পর এই টুর্নামেন্ট থেকেই নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ জাভি আলোন্সোর। তাই সবদিক বিচার বিবেচনা করেই এবার নিজেদের একাদশ সাজিয়েছেন কোচ।
সেই অনুযায়ী অন্যান্য দিনের মতো আজও দলের তিন কাঠির প্রহরী হিসেবে থাকছেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়া। দলের রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে আন্তোনিও রুডিগার, ওঁরেলিয়া চুয়ামেনি, ডিন হুইসেন। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন আলেকজান্ডার আর্নল্ড, জুড বেলিংহাম, ফেদেরিকো ভেলভের্দে, আরদা গুলের, ফ্রান্সিসকো গার্সিয়া। পাশাপাশি ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন স্প্যানিশ তারকা গনসালো গার্সিয়া এবং ব্রাজিলিয়ান তারকা ভিনিসিওস জুনিয়র।
উল্লেখ্য, অন্যান্য ম্যাচ গুলির মতো আজও রিজার্ভে থাকছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। প্রয়োজন অনুযায়ী তাঁকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিতে পারেন কোচ।