ভারতীয় স্মার্টফোন বাজারে দ্রুত জনপ্রিয়তা বাড়াচ্ছে Infinix। এবার সংস্থা আনছে তাদের নতুন ফোন Infinix HOT 60 5G+, যার লঞ্চ ডেট ইতিমধ্যেই ফ্লিপকার্টে প্রকাশিত হয়েছে। ১১ জুলাই, ২০২৫ ফোনটি অফিসিয়ালি বাজারে আসছে। কোম্পানি জানিয়েছে, এটি হবে সেগমেন্টের সবচেয়ে পাওয়ারফুল ও সবচেয়ে স্লিম ফোন। “Slim Phone, Solid Gaming” ট্যাগলাইনের সঙ্গে ফোনটির প্রধান ফিচার ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে।
Infinix HOT 60 5G+ ফিচার
Infinix HOT 60 5G+ ফোনে থাকবে শক্তিশালী MediaTek Dimensity 7020 5G প্রসেসর, যার AnTuTu বেঞ্চমার্ক স্কোর ৫ লক্ষেরও বেশি বলে দাবি করা হয়েছে। পিছনের দিকের ডিজাইনে ডুয়াল টোন ফিনিশ থাকবে যা দেখতে অত্যন্ত প্রিমিয়াম। সংস্থার মতে, এই ফোন হবে সেগমেন্টের সবচেয়ে পাওয়ারফুল পারফর্মার।
গেম-প্রেমীদের জন্য থাকছে দুর্দান্ত খবর। এই ফোনে পাওয়া যাবে 90FPS গেমিং সাপোর্ট, যা এই দামে প্রথম বলে দাবি সংস্থার। এছাড়াও থাকবে HyperEngine 5.0 Lite প্রযুক্তি ও XBoost AI গেম মোড, যা স্মুথ গেমিং অভিজ্ঞতা দেবে। ফোনে LPDDR5x প্রযুক্তির ১২GB পর্যন্ত RAM ব্যবহার করা হবে, যা মাল্টিটাস্কিং ও গেমিং-এ দেবে ফ্ল্যাগশিপ পারফরম্যান্স।
ভারতে এল Oppo Reno 14 5G সিরিজ, 50MP ক্যামেরা ও 6200mAh ব্যাটারি ফোনের দাম কত?
এই ফোন আসবে Infinix‑এর সর্বাধুনিক AI সিস্টেমের সঙ্গে। এতে থাকবে AI Call Assistant, Folax (AI Voice Assistant), AI Writing Assistant এবং Circle to Search সুবিধা। ডিভাইসের ডান পাশে ভলিউম ও পাওয়ার বাটনের নিচে থাকবে One-tap AI বাটন, যার মাধ্যমে ইউজাররা ৩০টিরও বেশি অ্যাপে কাস্টম শর্টকাট সেট করতে পারবেন—যেমন ইউটিউব সাবস্ক্রিপশন, ম্যাপ ডিরেকশন, টাস্কস, নিউজ ইভেন্ট ইত্যাদি।
স্লিম ডিজাইন ও তিনটি স্টাইলিশ কালার অপশন
ডিজাইনের দিক থেকে ফোনটি নজরকাড়া হবে বলেই দাবি সংস্থার। ফোনটির বডি মাপমাত্র ৭.৮ মিমি, যা এই দামে সেগমেন্টের সবচেয়ে পাতলা। এটি বাজারে আসবে তিনটি আকর্ষণীয় রঙে – শ্যাডো ব্লু, তুন্দ্রা গ্রিন এবং স্লিক ব্ল্যাক।
প্রসঙ্গত, Infinix HOT 60 5G+ স্মার্টফোন ভারতের মিড-রেঞ্জ মার্কেটে এক নতুন মাইলস্টোন হতে চলেছে। শক্তিশালী হার্ডওয়্যার, গেমিং ফিচার, আধুনিক AI ইন্টিগ্রেশন ও নজরকাড়া ডিজাইন, সব মিলিয়ে এই ফোনটি আগামী ১১ জুলাই বাজারে যথেষ্ট সাড়া ফেলতে পারে বলেই আশা করা যাচ্ছে।