পরকীয়া সন্দেহে ভয়ঙ্কর পরিণতি, মহিলা কাউন্সিলরকে কুপিয়ে খুন স্বামীর

Tamil Nadu: পরকীয়ার সন্দেহে নিজের স্বামীর হাতেই নৃশংস খুন মহিলা কাউন্সিলরের। অভিযোগ, স্বামী নৃশংসভাবে কুপিয়ে খুন করে স্ত্রীকে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর আভাদি জেলায়। গোমতী (৩৬)…

Tamil Nadu

Tamil Nadu: পরকীয়ার সন্দেহে নিজের স্বামীর হাতেই নৃশংস খুন মহিলা কাউন্সিলরের। অভিযোগ, স্বামী নৃশংসভাবে কুপিয়ে খুন করে স্ত্রীকে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর আভাদি জেলায়। গোমতী (৩৬) ও তাঁর স্বামী স্টিফেন রাজ তামিলনাড়ুর বিদুথলাই চিরুথাইগল কাচ্চি (VCK) দলের সদস্য। গোমতী আভাদি জেলার তিরুনিনরাভুর পুরসভার কাউন্সিলার।

জানা গিয়েছে, গোমতী ও রাজের ১০ বছর আগে বিয়ে হয়েছিল। তাঁদের চার সন্তান রয়েছে। গোমতীর স্বামী রাজ সন্দেহ করতেন, তাঁর স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। স্থানীয় সূত্রের খবর, এ নিয়ে তাঁদের দু’জনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। নিহত মহিলা কাউন্সিলর গোমতি এই ঘটনার দিন থিরুনিন্রাভুর এলাকার জয়রাম নগরের কাছে এক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। ঠিক তখনই তার স্বামী স্টিফেন রাজ কোনও সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছান। তারপরই দম্পতির মধ্যে শুরু হয় বচসা। ক্রমশ বাড়তে থাকে এই বচসা। এই বচসা চলাকালীন হঠাৎই স্বামী স্টিফেন রাজ আচমকাই হিংস্র হয়ে পড়েন। একটি ধারালো ছুরি দিয়ে কোপ মারতে থাকেন স্ত্রী গোমতিকে। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

   
Advertisements

এই ঘটনার পর রাজ নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। জানা গিয়েছে, পুলিশ তাঁকে হেফাজতে নেয়। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।