কোটিপতি লিগের (IPL) হাতছানি উপেক্ষা করা কঠিন। কিন্তু অসম্ভব নয়। দেশকে (Bangladesh) ভালোবেসে লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ (Taskin Ahmed)।
দক্ষিণ আফ্রিকার (South Africa vs Bangladesh) বিরুদ্ধে তাসকিন আহমেদের পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। আগামী ম্যাচগুলোতে দেশের জার্সিতে তাঁকে দেখতে চায় বাংলাদেশ। তাসকিন সেটা জানতেন। উপলব্ধি করেছিলেন। তাই লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অফার প্রস্তাব ফিরিয়ে দিতে পেরেছেন অবলীলায়।
মার্ক উডের বদলি হিসেবে অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাইয়ের নাম ঘোষণা করেছে লখনউ সুপার জায়ান্টস। অজি পেসারের আগে ফ্র্যাঞ্চাইজির টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় ছিলেন তাসকিন। আইপিএলের এই দলটির কর্তারাও জানেন তাসকিন সম্প্রতি কি খেলাটাই না খেলেছেন!
![IPL](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/03/20220324_123128-scaled.jpg)
বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তাসকিন আহমেদের সামনে বেশ ভালো অফার দিয়েছিল লখনউ। সেই সঙ্গে একটা শর্তও নাকি দেওয়া হয়েছিল। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে সরিয়ে নিতে হবে নিজেকে। তাসকিন সেটা করতে পারেননি। অফার ফিরিয়ে দিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাসকিন আহমেদ যখন পাঁচ উইকেটে নিলেন তখন বিকল্প বেছে নিতে হয়েছিল কোটিপতি লিগের কর্তাদের। ৫ উইকেট নিয়ে তিনি হয়েছেন ম্যাচ সেরা। ৮ উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরা।