বৃষ্টি আসছে ঝোড়ো মেজাজে! দক্ষিণবঙ্গে ৩ দিনের রেড অ্যালার্ট

কলকাতা: দক্ষিণবঙ্গের আকাশে মেঘের ঘনঘটা কমার লক্ষণ নেই। শুক্রবার থেকে শুরু করে গোটা উইকএন্ডেই একাধিক জেলায় চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া থেকে…

South Bengal Rain Forecast

কলকাতা: দক্ষিণবঙ্গের আকাশে মেঘের ঘনঘটা কমার লক্ষণ নেই। শুক্রবার থেকে শুরু করে গোটা উইকএন্ডেই একাধিক জেলায় চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া থেকে পুরুলিয়া-বাদ যাবে না প্রায় কোনও জেলাই। সঙ্গে বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই অঞ্চলের জন্যই জারি রয়েছে সতর্কতা।

   

দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টি?

শুক্রবার সকাল থেকেই মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।

শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অন্তত ১০টি জেলায়- বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা। এই দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা সবচেয়ে বেশি।

কলকাতার বৃষ্টির চিত্র South Bengal Rain Forecast

কলকাতায় শুক্রবার থেকে বৃষ্টির প্রকোপ বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরের জন্য। বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭৭ শতাংশ। শুক্রবারও শহরের তাপমাত্রা ও আর্দ্রতার মানচিত্রে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

Advertisements

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারে।

শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে এবং রবিবার জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কী বলছে আবহাওয়া দফতর?

আবহাওয়া দফতরের পরামর্শ, টানা বৃষ্টিতে জলজমা, নদী ও নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে। নাগরিকদের জন্য সতর্কতা জারি করে জানানো হয়েছে, অপ্রয়োজনে বাইরে বেরোনো এড়িয়ে চলাই শ্রেয়।