মুম্বই সিটি এফসির এই প্রাক্তন ফুটবলারকে নিয়ে আগ্ৰহী জামশেদপুর

গত বছর খালিদ জামিলের (Khalid Jamil) তত্ত্বাবধানে যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল জামশেদপুর এফসিকে (Jamshedpur FC)। গতবারের ডুরান্ডে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও…

Jayesh Rane

গত বছর খালিদ জামিলের (Khalid Jamil) তত্ত্বাবধানে যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল জামশেদপুর এফসিকে (Jamshedpur FC)। গতবারের ডুরান্ডে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে জয় দিয়েই শুরু করেছিল ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়াকে। এক কথায় চমকে দিয়েছিল সকলকে। পরবর্তীতে মুম্বাই সিটি এফসি ম্যাচে ও বজায় ছিল সেই ছন্দ। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই ছন্দ হারাতে শুরু করেছিল একবারের শিল্ড জয়ীরা।

সেক্ষেত্রে একটা সময় যথেষ্ট কঠিন হয়ে উঠেছিল সুপার সিক্সের লড়াই। তবে টুর্নামেন্টের দ্বিতীয় লেগে বদলে গিয়েছিল সমস্ত সমীকরণ। একের পর এক ম্যাচে সহজেই জয় ছিনিয়ে নিয়েছিল স্টিফেন এজেরা। তারপর অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে। মাঝে ছন্দ পতন হলেও জয়ের সরণিতে ফিরতে খুব একটা সমস্যা হয়নি। পরবর্তীতে ঘরের মাঠে এফসি গোয়া দলকে পরাজিত করার ফলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছিল সকল ফুটবলারদের। যারফলে খুব সহজেই দল চলে গিয়েছিল প্রথম ছয়ের মধ্যে।

   

তারপর হুয়ান পেট্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে স্থান করে নিয়েছিল খালিদ জামিলের ছেলেরা। কিন্তু বাঁধা হয়ে দাঁড়িয়েছিল জোসে মোলিনার মোহনবাগান। প্রথম লেগে তাঁদের বিরুদ্ধে জয় আসলেও সেটা বজায় থাকেনি দ্বিতীয় লেগে। সবুজ-মেরুনের কাছে পরাজিত হয়েই ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপ জয় করার সুযোগ থাকলেও ফাইনালে পরাজিত হতে হয়েছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়া দলের কাছে। এক্ষেত্রে নিজেদের সমস্যা গুলির সমাধান ঘটিয়ে সাফল্য আনাই অন্যতম লক্ষ্য এই ভারতীয় কোচের।

Advertisements

বিশেষ সূত্র মারফত খবর, নয়া ফুটবল মরসুমে মুম্বাই সিটি এফসির এক প্রাক্তন মিডফিল্ডারকে দলে নিতে আগ্রহী খালিদ জামিল। তিনি জয়েশ রানে‌। গত সিজনের শুরুতে বেঙ্গালুরু এফসি থেকে তাঁকে দলে টেনেছিল মুম্বাই সিটি এফসি। তবে মরসুম শেষ হওয়ার পরেই রিলিজ করে দেওয়া হয় তাঁদের তরফে। এবার শোনা যাচ্ছে তাঁকে দলে টানার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে জামশেদপুর এফসি। তবে খুব একটা পিছিয়ে নেই হায়দরাবাদ এফসি।