মনিপুরের এই ফুটবলারকে বিদায় জানাল চেন্নাইয়িন এফসি

শেষ কিছু সিজনে আশানুরূপ পারফরম্যান্স থাকেনি চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। বহু প্রত্যাশা নিয়ে দল গঠন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। যারফলে লিগ টেবিলের তলানিতে…

Chennaiyin FC Releases Manipuri Striker Thanglalsoun Gangte from ISL Contract Ahead of New Season"

শেষ কিছু সিজনে আশানুরূপ পারফরম্যান্স থাকেনি চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। বহু প্রত্যাশা নিয়ে দল গঠন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। যারফলে লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছিল গত ফুটবল মরসুম। যা কিছুতেই মেনে নিতে পারেননি দলের সমর্থকরা। সেই হতাশা ভুলে কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। প্রি-কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছিল ওয়েন কোয়েলের ছেলেদের। কিন্তু সেইসব এখন অতীত।

নিজেদের ভুল ভ্রান্তি শুধরে নয়া সিজনে আগত ফুটবল সাফল্য পেতে বদ্ধপরিকর দক্ষিণের এই ফুটবল দল। সেইমতো ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে চেন্নাইয়িন এফসি। সেক্ষেত্রে শোনা যাচ্ছিল যে বেশকিছু বদল হয়তো দেখা যেতে পারে দলের অন্দরে।
আক্রমণভাগের পাশাপাশি বদল ঘটানো হতে পারে মাঝমাঠের বেশকিছু ফুটবলারদের। সেক্ষেত্রে এবার বিভিন্ন মাধ্যমের তরফে ব্যাপকভাবে উঠে আসছে একাধিক বিদেশি ফুটবলারদের নাম। আসলে দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তির বৃদ্ধি করার পাশাপাশি টুর্নামেন্টে প্রভাব বিস্তারকারী কয়েকজন ফুটবলারদের দিকেও নজর রয়েছে দক্ষিণের এই সফল ফুটবল ক্লাবের।

   

কিন্তু এসবের মাঝেই নিজেদের দলের এক তরুণ ফুটবলারকে রিলিজ করে দিল অভিষেক বচ্চনের ফুটবল ক্লাব। তিনি থানলালসৌন গাংতে‌। হিসাব অনুযায়ী আরও একটি মরসুম পর্যন্ত তাঁর সঙ্গে আইএসএল জয়ী এই ফুটবল দলের চুক্তি থাকলেও এবার তাঁকে রিলিজ করে দিল ম্যানেজমেন্ট। বছর দুয়েক আগে অর্থাৎ ২০২৩ সালে আইলিগের ক্লাব সুদেবা দিল্লী থেকে দক্ষিণের এই ফুটবল ক্লাবে যোগদান করেছিলেন মনিপুরের এই ফুটবলার। মূলত রিজার্ভ দলের হয়েই রেজিস্টার করানো হয়েছিল এই ফুটবলারকে।

Advertisements

সুযোগ মতো নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন তিনি। তবে শোনা যাচ্ছে নতুন সিজনে আইলিগের ক্লাবে যোগদান করতে পারেন তিনি। এক্ষেত্রে তাঁর দিকে নজর রয়েছে একাধিক শক্তিশালী দলের।