এই স্প্যানিশ উইঙ্গারকে দলে টানার পথে নর্থইস্ট

সাফল্যের মধ্য দিয়ে গত মরসুম শুরু করেছিল নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল একের পর এক শক্তিশালী ফুটবল দলকে। যা নিঃসন্দেহে চমকে…

Jairo Samperio

সাফল্যের মধ্য দিয়ে গত মরসুম শুরু করেছিল নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল একের পর এক শক্তিশালী ফুটবল দলকে। যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। পরবর্তীতে সেই ধারা বজায় রেখেই দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল শুরু করেছিল হুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। অনায়াসেই তাঁরা টেক্কা দিয়েছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে। পরবর্তীতে বজায় ছিল সেই জয়ের ছন্দ। অনায়াসেই এই দলের কাছে আটকে গিয়েছিল শক্তিশালী দল গুলি। যারফলে সুপার সিক্স নিশ্চিত করতে খুব একটা অসুবিধা হয়নি।

স্বাভাবিকভাবেই অন্যান্য শক্তিশালী দল গুলির সঙ্গে আইএসএল জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল দেশের এই শক্তিশালী ফুটবল ক্লাব। কিন্তু শেষ রক্ষা হয়নি। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পরাজিত হতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। পরবর্তীতে সর্বভারতীয় ফুটবল কাপ টুর্নামেন্টে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ফের বাঁধা হয়ে দাঁড়িয়েছিল জামশেদপুর। সেমিফাইনালে ও পরাজিত হতে হয়েছিল তাঁদের কাছে। যারফলে শুধুমাত্র ডুরান্ড কাপ জয়ের মধ্য দিয়েই সিজন শেষ করে জন আব্রাহামের দল।

   

তবে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর আইএসএলের এই দল। সেজন্য অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে নয়া ফুটবলারদের চূড়ান্ত করার পাশাপাশি দলের বেশকিছু তারকাদের সঙ্গে ও দীর্ঘমেয়াদি চুক্তি সেরেছে ম্যানেজমেন্ট। গত কয়েকদিনে সেই নিয়েই উঠে আসতে শুরু করেছিল একাধিক তথ্য। কিন্তু এসবের মাঝেই এবার এই স্প্যানিশ উইঙ্গারের দিকে নজর পড়েছে নর্থইস্ট ইউনাইটেডের। সেক্ষেত্রে এবার বিভিন্ন মাধ্যম সূত্রে জানা যাচ্ছে জাইরো সাম্পেরিওর নাম।

Advertisements

পূর্বে স্পেনের ক্লাব সেস্তাও রিভারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। চতুর্থ ডিভিশনের এই ফুটবল দলের সঙ্গে চুক্তি শেষ হয়েছে কিছুদিন আগেই। শোনা যাচ্ছে নয়া মরসুমের জন্য তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করেছে ভারতের এই ফুটবল দল। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে সমস্ত কিছু।