এজবাস্টনে ব্যাট হাতে কোহলি থেকে তেন্ডুলকরের ‘বিরাট’ রেকর্ড ভাঙলেন গিল

ভারতের (Indian Cricket Team) তরুণ টেস্ট অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) এক কথায় ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন। তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় টেস্টে এজবাস্টনের (Edgbaston Test) ঐতিহাসিক…

Shubman Gill Creates History Breaks Virat Kohli & Sachin Tendulkar Record during Day 2 of Edgbaston Test against England

ভারতের (Indian Cricket Team) তরুণ টেস্ট অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) এক কথায় ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন। তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় টেস্টে এজবাস্টনের (Edgbaston Test) ঐতিহাসিক মাটিতে ১৫০ রানের বেশি অপরাজিত ইনিংস খেলে গিল শুধু ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন না, একাধিক রেকর্ড নিজের নামে করে নিলেন। এই ইনিংসের মাধ্যমে তিনি ভেঙে দিলেন বিরাট কোহলির (Virat Kohli) সাত বছরের পুরোনো রেকর্ড। সেই সঙ্গে লিখে ফেললেন নিজের নাম ইতিহাসের পাতায়।

প্রথম টেস্টে ১৪৭ রান করে শতক হাঁকিয়েছিলেন শুভমন। কিন্তু সেই ইনিংসে অল্পের জন্য ১৫০ গণ্ডি ছুঁতে পারেননি তিনি। দ্বিতীয় টেস্টে সেই অপূর্ণতা পূরণ করলেন দারুণভাবে। এজবাস্টনে রবীন্দ্র জাদেজার সঙ্গে গড়া শতরানের জুটিতে ভারত পৌঁছেছে ৬ উইকেটে ৪১৯ রানে। এদিন গিলের ইনিংসটি হয়ে দাঁড়িয়েছে ভারতের ইতিহাসে এই মাঠে সর্বোচ্চ রান।

   

২০১৮ সালে বিরাট কোহলি এই মাঠে ১৪৯ রান করে ইতিহাস গড়েছিলেন। সেটিই এতদিন ছিল ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এজবাস্টনে সর্বোচ্চ রান। গিল সেই রেকর্ড ভেঙে ১৫০ রানে পৌঁছে গেলেন, তাও আবার অধিনায়ক হিসেবে। এর ফলে তিনি শুধু ব্যাটসম্যান নয়, অধিনায়ক হিসেবেও এই মাঠে সর্বোচ্চ স্কোরার ভারতীয় হয়ে উঠেছেন।

শুভমন গিলের এই ইনিংসটি আরও একটি রেকর্ড গড়েছে। ২৫ বছর বয়সে ভারতের কোনও অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে এক সিরিজে সর্বোচ্চ রান করার কীর্তি। এখনও পর্যন্ত সিরিজের মাত্র ৩ ইনিংস খেলে গিলের সংগ্রহ ৩২৩* রান। এই রেকর্ড আগে ছিল সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) দখলে, যিনি ১৯৯৭ সালে শ্রীলঙ্কার মাটিতে অধিনায়ক হিসেবে করেছিলেন ২৯০ রান।

ইংল্যান্ড সফরের আগে গিলকে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়, তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কারণ, গিলের বিদেশের মাটিতে পারফরম্যান্স ছিল বেশ দুর্বল। বিশেষ করে ইংল্যান্ডে আগের ৩ টেস্টে করেছিলেন মাত্র ৮৮ রান। তবে এবার সেই চিত্র পুরোপুরি বদলে গিয়েছে। এই সিরিজে টানা দুই টেস্টে শতক হাঁকিয়ে গিল দেখিয়েছেন নেতৃত্ব তাকে আরও পরিণত করে তুলেছে।

Advertisements

‘নতুন কোহলি’ জন্ম নিচ্ছেন?

২০১৪ সালের পর অধিনায়কত্ব পেয়ে যেভাবে বিরাট কোহলি ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন, কিছুটা সেই ছায়া পড়ছে শুভমন গিলের ইনিংসে। নিঃসন্দেহে, টেস্ট ক্রিকেটে ভারতীয় দল পেয়েছে এক নতুন নেতা, যিনি চাপের মুখে নিজের খেলাকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারেন।

Shubman Gill Creates History Breaks Virat Kohli & Sachin Tendulkar Record