মাত্র চার মাসে যবনিকা! বিশ্বকাপের নকআউট পর্বের বিদায়ে চাকরি হারালেন পর্তুগিজ কোচ

চার মাস আগে কেউ যদি বলত, ইউরোপিয়ান জায়ান্ট পিএসজিকে (PSG) হারিয়ে ক্লাব বিশ্বকাপ (FIFA Club World Cup 2025) মাতাবে ব্রাজিলিয়ান (Brazil) ক্লাব বোটাফোগো (Botafogo)। তাকে…

Brazil club Botafogo break deal with coach Renato Paiva after lost from Knockout round of FIFA Club World Cup 2025

চার মাস আগে কেউ যদি বলত, ইউরোপিয়ান জায়ান্ট পিএসজিকে (PSG) হারিয়ে ক্লাব বিশ্বকাপ (FIFA Club World Cup 2025) মাতাবে ব্রাজিলিয়ান (Brazil) ক্লাব বোটাফোগো (Botafogo)। তাকে অনেকে হয়ত চোখ কপালে তুলে তাকাত। আর যদি যোগ করত, এই সাফল্যের পরও তাদের কোচ চাকরি হারাবেন। তাহলে হয়তো বিষয়টি ঠাট্টা বলেই উড়িয়ে দেওয়া হতো। কিন্তু বাস্তবে সেই রূপকথার পরিসমাপ্তি ঘটল হতাশার এক অধ্যায় দিয়ে।

পর্তুগিজ কোচ হেনাতো পাইভা (Renato Paiva) বোটাফোগোর দায়িত্ব নিয়েছিলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। তার আগে দক্ষিণ আমেরিকার ফুটবলে কোচিং অভিজ্ঞতা থাকলেও ব্রাজিলের ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলের কাঠামো ছিল নতুন তার কাছে। তবে তার কোচিংয়ে দল অল্প সময়েই আত্মবিশ্বাস ফিরে পায়। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত ৩২ দলের নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপে বোটাফোগো ছিল অনেকটা ‘আন্ডারডগ’। কিন্তু সেই তকমা ছিন্ন করে তারা শুরুতেই ২-১ গোলে হারিয়ে দেয় সিয়াটল সাউন্ডার্সকে।

   

পরের ম্যাচে ঘটে যায় বড় বিস্ময়। ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিলের এই ক্লাব চমক সৃষ্টি করে বিশ্বজুড়ে। ছোট দল হিসেবে এত বড় সাফল্য যেন বোটাফোগোর আত্মবিশ্বাসের পারদকে আরও চড়া করে তোলে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে হেরে ‘বি’ গ্রুপে রানার্সআপ হয়ে নকআউটে পৌঁছায় তারা।

নকআউট পর্বে স্বদেশি প্রতিপক্ষ পালমেইরাসের বিপক্ষে লড়াই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত সময়ে গোল না হলেও অতিরিক্ত সময়ে একটি গোল হজম করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বোটাফোগো। এমন এক বিদায়, যা বোঝায় তাদের স্বপ্ন ভাঙল একটুখানি কম অভিজ্ঞতার ভারে।

পরের দিনই ক্লাব থেকে আসে চুক্তি বাতিলের সিদ্ধান্ত। পর্তুগিজ কোচ হেনাতো পাইভার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বতাফোগো কর্তৃপক্ষ জানিয়ে দেয়, তারা নতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে। এই সিদ্ধান্তকে কেউ কেউ সময়ের দাবি বললেও, অনেকেই বলছেন, ক্লাব বিশ্বকাপে পাওয়া সাফল্যকে যথাযথ মূল্যায়ন করা হয়নি।

Advertisements

পাইভার বিদায়ে প্রশ্ন উঠছে, ব্রাজিলিয়ান ক্লাবগুলো কি খুব বেশি আবেগপ্রবণ? চার মাসে দুটি বড় দলের বিপক্ষে জয়, অথচ ছোট্ট এক পরাজয়েই বিদায়। কোচের কাজ কি কেবল জেতানো, না কি ভবিষ্যতের রূপরেখা আঁকাও তার দায়িত্বের অংশ?

বোটাফোগোর বিদায় যেমন ব্যথিত করেছে সমর্থকদের, তেমনি পাইভার কোচিং অধ্যায়ের এই হঠাৎ ইতি ফের একবার আলোচনায় আনল ব্রাজিলিয়ান ক্লাব সংস্কৃতির চাপ ও তড়িঘড়ি সিদ্ধান্তের প্রবণতাকে। বিশ্বকাপে জয়-পরাজয় তো হতেই পারে। কিন্তু যিনি রূপকথা শুরু করেছিলেন, তার হাত ধরেই কি গল্পের শেষটাও হওয়া উচিত ছিল না?

Botafogo break deal with coach Renato Paiva after FIFA Club World Cup