শমীকের সংবর্ধনায় আমন্ত্রণই পেলেন না দিলীপ ঘোষ, কিন্তু কেন?

কলকাতা: বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে শপথ নিলেন শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার তাঁর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও সেখানে ডাকই পাননি দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। অনুপস্থিত…

dilip ghosh not invited to shamiks reception

কলকাতা: বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে শপথ নিলেন শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার তাঁর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও সেখানে ডাকই পাননি দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। অনুপস্থিত ছিলেন আরও এক প্রাক্তন সভাপতি তথাগত রায়ও।

ডাক পেলেন না দিলীপ

দলীয় সূত্র বলছে, বিষয়টি শুধু ‘অনিচ্ছাকৃত ভুল’ নয়, বরং একপ্রকার ‘সাংগঠনিক বার্তা’। যদিও রাজ্য বিজেপির কেউ এ নিয়ে মুখ খোলেননি।

   

দিলীপ ঘোষ বলেন, “এই অনুষ্ঠানে যাচ্ছি না। আমায় আলাদা করে কিছু জানানো হয়নি। আমি সভাপতি নির্বাচনের ভোটার নই। যাঁরা প্রদেশ পরিষদের সদস্য, তাঁরাই ডাক পেয়েছেন।” তথাগত রায় অবশ্য জানালেন, জ্বরের কারণে যেতে পারেননি। তিনি বলেন, “শমীক ফোন করেছিলেন, বলেছিলেন ভবিষ্যতে পরামর্শ দরকার হবে। কিন্তু আমি জানাই, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়।”

দলের মূল কর্মসূচি থেকেও ‘অদৃশ্য’ দিলীপ dilip ghosh not invited to shamiks reception

এটি নিছক একটি সংবর্ধনা অনুষ্ঠান নয়। বিজেপির রাজ্য সভাপতির শংসাপত্র প্রদান অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় প্রতিনিধি রবিশঙ্কর প্রসাদ। সেখানেই দিলীপের অনুপস্থিতি দলীয় অন্দরে কৌতূহলের জন্ম দিয়েছে।

এর আগেও দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির একাধিক বৈঠক ও কর্মসূচি থেকে দূরে রাখা হয়েছে।
৬ মে, দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জগন্নাথ ধাম উদ্বোধনের অনুষ্ঠানে দিলীপের অংশগ্রহণ দলের কেন্দ্রীয় নেতৃত্বকে খুশি করেনি। পরদিন কলকাতায় বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে প্রায় সবাই আমন্ত্রিত হলেও, বাদ পড়েন দিলীপ। এরপর সল্টলেক ও বিধাননগরের বৈঠকেও তিনি ছিলেন না।

Advertisements

দলের একাংশের দাবি, দিলীপ ঘোষ এখন রাজ্য পদাধিকারী নন, তাই তাঁকে আমন্ত্রণ না-জানানো হয়েছে।
কিন্তু বিরুদ্ধ যুক্তি: তিনি রাজ্য কোর কমিটির সদস্য, প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদ। এ ধরনের কর্মসূচিতে তাঁকে বাদ দেওয়া অস্বাভাবিক।

দূরত্ব, দলত্যাগ ও গুঞ্জন

দিলীপ ঘোষের সঙ্গে দলের দূরত্ব নিয়ে বিজেপির অন্দরমহলে দীর্ঘদিন ধরেই কানাঘুষো চলছে। সম্প্রতি গুজব ছড়িয়েছিল, তিনি নাকি নতুন দল গড়তে চাইছেন। এই নিয়ে কিছু ব্যক্তির সঙ্গে তাঁর গোপন বৈঠকের কথাও শোনা গিয়েছে। যদিও দিলীপ ঘোষ স্পষ্টভাবে তা অস্বীকার করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্য বিজেপির নেতৃত্বে ‘আদি বনাম নব্য’ বিভাজন যতই স্পষ্ট হচ্ছে, ততই একদা মুখ্য নেতৃত্বে থাকা দিলীপ ঘোষ ক্রমেই সংগঠনের মূল পরিধি থেকে সরে যাচ্ছেন।