India vs Bahrain: বালখিল্য সন্দেশদের যথার্থ পরিণাম

আইএসএলের আলো নিভতেই আবার সেই আঁধার। বাহারিনের বিরুদ্ধে (India vs Bahrain) বালখিল্য ভারতীয় ফুটবল। ম্যাচের পরিণাম যথার্থ। হেরে গিয়েছে ব্লু টাইগার্স। ম্যাচের ফলাফল ২-১। বাহারিন…

আইএসএলের আলো নিভতেই আবার সেই আঁধার। বাহারিনের বিরুদ্ধে (India vs Bahrain) বালখিল্য ভারতীয় ফুটবল। ম্যাচের পরিণাম যথার্থ। হেরে গিয়েছে ব্লু টাইগার্স।

ম্যাচের ফলাফল ২-১। বাহারিন দুই গোল গিয়েছে, ভারত এক। ঘরের মাঠে টিম ইন্ডিয়াকে আরও লজ্জায় ফেলতে পারতো বাহারিন। আরও বড় ব্যবধানে হারতে পারত ভারত। 

   

আরও পড়ুন: India vs Bahrain: ভারতের প্রথম একাদশের ৯ জন কলকাতায় খেলা ফুটবলার 

ভারতীয়রা ম্যাচ দেখতে পাননি টেলিভিশনে। তাই ইউ টিউবে চোখ রেখেছিলেন অনেকে। কী দেখলেন ফুটবল প্রেমীরা? এক কথায় পাড়ার ফুটবল। ফুটবলের অ আ ক খ কিছুই যেন ছিল না সন্দেশ ঝিঙ্গানদের খেলায়। বিরতির আগেই অন্তত তিন গোল দিতে পারতো বাহারিন। পেনাল্টি মিস, ফাঁকা গোলের বাইরে শট মেরে সুযোগগুলো হাতছাড়া করেছে তারা। তারই মধ্যে ৩৭ মিনিটে আল-হারদনের গোলে এগিয়ে গিয়েছিল বাহারিন। 

বিরতির পর নিজেদের খেলার গতি আরও দ্রুত করেছিল বাহারিন। ডিফেন্স থেকে মাঝমাঠ কোনও বিভাগেই এঁটে উঠতে পারেনি ইগোর স্টিম্যাচের দল। হওয়ায় বল উড়িয়ে খেলার পন্থা নিয়েছিলেন ভারতীয় ফুটবলাররা। কলকাতার ফুটবল প্রেমীরা এই ধরণের ফুটবল অনেক দেখেছেন। মাঝমাঠ বা তারও নীচ থেকে লম্বা বল আক্রমণভাগের উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়া। 

India vs Bahrain
বাহারিনের বিরুদ্ধে ভারতের ম্যাচের একটি দৃশ্য।

এরই মাঝে ভারতকে সমতায় ফিরিয়েছিলেন রাহুল ভেকে। ৫৯ মিনিটে হেডে গোল । আল খলিফা স্টেডিয়ামে লড়াই করার কিছুটা রসদ টিম ইন্ডিয়ার।

<

p style=”text-align: justify;”>অন্য দিকে জয়ের সন্ধানে ক্রমশ চাপ বাড়াতে থাকে বাহারিন। প্রতিপক্ষ যত চাপ বাড়িয়েছে ভারতীয় ফুটবলাররা ততো পিছিয়েছেন । ম্যাচের শেষের দিকে প্রায় সকলেই নেমে এসেছিলেন রক্ষণের কাজে। তবুও শেষ রক্ষা হল না। অনায়াসেই স্কোরলাইন ২-১ করে দিলেন আল-হুমাইদান।