Md Salim: রাজ্য নির্বাচন দফতর বিজেপি-তৃণমূলের দলদাস: সেলিম

রাজ্য নির্বাচন দফতর একইসঙ্গে শাসক ও বিরোধী দলের ‘দলদাস’! এমনই বলেছেন CPIM রাজ্য সম্পাদক (Md. Salim) মহম্মদ সেলিম। উল্লেখ্য এ রাজ্যের পূর্বতন শাসকপক্ষ বামফ্রন্টের আমলেও…

md salim

রাজ্য নির্বাচন দফতর একইসঙ্গে শাসক ও বিরোধী দলের ‘দলদাস’! এমনই বলেছেন CPIM রাজ্য সম্পাদক (Md. Salim) মহম্মদ সেলিম। উল্লেখ্য এ রাজ্যের পূর্বতন শাসকপক্ষ বামফ্রন্টের আমলেও নির্বাচন ব্যবস্থার প্রতি ভুরিভুরি অভিযোগ করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বর্তমান মুখ্যমন্ত্রী।

সম্প্রতি নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। এই আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন দেয় সিপিআইএম। সংখ্যালঘু মুসলিম ভোটার অধ্যুষিত কালীগঞ্জে তৃণমূল বনাম কংগ্রেস জোটের মধ্যে মূল ভোট লড়াই হবে বলে বিশ্লেষণে উঠে আসছিল। গণনার পর দেখা যায় বিজেপির সঙ্গেই তৃণমূল ভোট লড়াই হয়েছে। তৃতীয় স্থানে আছে জোট।

   

কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার পরেই তৃণমূলের বিজয় মিছিল থেকে বাম সমর্থকদের বাড়িতে বোমা মারা হয় বলে অভিযোগ। বোমা ফেটে নিহত হয় ছাত্রী তামান্না খাতুন। তার পরিবার সিপিআইএমের সমর্থক। তামান্নার মৃত্যুর জেরে কালীগঞ্জে প্রবল ক্ষোভ। সিপিআইএমের তরফে এলাকায় বিরাট জমায়েত করা হয়।

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, “তামান্নাকে যে ভাবে খুন করা হলো। ভোটের আগে যে ভাবে মানুষকে শাসানো হয়। চারিদিকে ড্রাম ড্রাম বোমা উদ্ধার হচ্ছে, অথচ পুলিশ এখনো সেরকম ভাবে কিছুই উদ্ধার করতে পারেনি।রাজ্যে সিপিআই(এম) করলে তৃণমূলের শাসানি দেখেছে গ্রামবাসীরা।সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে তৃণমূল। অথচ যারা এই নির্বাচন পরিচালনা করবেন সেই কেন্দ্রীয় ও রাজ্য নির্বাচন দপ্তর বিজেপি ও তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।”

Advertisements

রাজ্য বিধানসভায় প্রধান বিরোধী দল বিজেপি। গেরুয়া শিবিরের সঙ্গে শাসকদল তৃণমূলের সেটিং চলেছে বলে আগেও অভিযোগ করেছে সিপিআইএম। এবার দলটির রাজ্য সম্পাদকের কটাক্ষ, নির্বাচন দফতর শাসক ও বিরোধীদের দলদাসে পরিণত হয়েছে।

আসন্ন ২০২৬ বিধ্যনসভা নির্বাচ। তার আগেই সুষ্ঠু ভোট হওয়া নিয়ে সংসয় প্রকাশ করেছেন মহম্মদ সেলিম।