কার্তিক মহারাজের বিরুদ্ধে বড় পদক্ষেপ, হাইকোর্টে জানাল রাজ্য

ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত স্বামী (Kartik Maharaj)  প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি ও বিচারব্যবস্থা। কলকাতা হাইকোর্টে…

Calcutta High Court Orders No Legal Action Against Monk Kartik Maharaj Until Thursday"

ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত স্বামী (Kartik Maharaj)  প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি ও বিচারব্যবস্থা। কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া এক মামলায় বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) আদালতকে জানান, বৃহস্পতিবার পর্যন্ত ওই সন্ন্যাসীর বিরুদ্ধে কোনও(Kartik Maharaj)  আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে না। বিচারপতি জয় সেনগুপ্ত এ বিষয়ে রাজ্যের দেওয়া আশ্বাস গ্রহণ করেছেন।

কী ঘটেছে(Kartik Maharaj)  

মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে নবগ্রাম থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। অভিযোগ, তিনি দীর্ঘদিন সেবাশ্রমে আসা-যাওয়ার সূত্রে মহারাজের সংস্পর্শে আসেন। সেই সম্পর্কের সুযোগ নিয়ে তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ(Kartik Maharaj)  

   

এই ঘটনায় ইতিমধ্যে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।(Kartik Maharaj)  অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে কার্তিক মহারাজ এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে কলকাতা হাইকোর্টে একটি আবেদন দায়ের করেন, যাতে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ (Kartik Maharaj)  করা হয়। মামলার শুনানি হওয়ার কথা ছিল বুধবার। কিন্তু অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, তিনি অসুস্থ থাকায় ওই দিন শুনানিতে অংশ নিতে পারছেন না। সেই কারণে তিনি রাজ্যের তরফে আশ্বাস দেন যে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য কোনও পদক্ষেপ করবে না। বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের এই বক্তব্য গ্রহণ করেন এবং বলেন, পরবর্তী শুনানি বৃহস্পতিবার হবে।(Kartik Maharaj)  

প্রত্যক্ষদর্শীকে হেনস্থার অভিযো(Kartik Maharaj)  

এই মামলার সূত্র ধরে আরেকটি বিষয় উঠে আসে আদালতে। এক আইনজীবী(Kartik Maharaj)  বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান, এই ধর্ষণ মামলার একজন প্রত্যক্ষদর্শীকে পুলিশ হেনস্থা করছে। সেই আইনজীবী এ নিয়ে মামলা করার অনুমতি চান। তবে বিচারপতি জয় সেনগুপ্ত জানান, এই ধরনের মামলার শুনানি তাঁর এক্তিয়ারে পড়ে না। তিনি পরামর্শ দেন, মামলার আবেদন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে জানাতে হবে(Kartik Maharaj)  

Advertisements

বৃহত্তর প্রেক্ষাপ(Kartik Maharaj)  

কার্তিক মহারাজ শুধু একজন সন্ন্যাসী নন, তিনি একজন জনপ্রিয় ধর্মীয় ব্যক্তিত্বও। তাঁর বিরুদ্ধে এমন একটি গুরুতর অভিযোগ ওঠায় গোটা রাজ্যজুড়ে আলোড়ন ছড়িয়ে পড়েছে। একদিকে (Kartik Maharaj)  যেমন তাঁর ভক্তরা এই অভিযোগকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করছেন, অন্যদিকে অনেকেই সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। হাইকোর্টে মামলার ফলে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।

অন্যদিকে, মামলার শুনানির আগে রাজ্য সরকারের এই ‘স্ট্যান্ড’ অনেকের কাছে তাৎপর্যপূর্ণ। কিছু রাজনৈতিক মহল মনে করছে, বিষয়টি যতই সংবেদনশীল হোক না কেন, একজন পদ্মশ্রী প্রাপ্ত সন্ন্যাসীর বিরুদ্ধে এমন অভিযোগ রাজ্য প্রশাসনের জন্যও বড় চ্যালেঞ্জ। ফলে হাইকোর্টে রাজ্যের এই সতর্ক অবস্থান স্বাভাবিক বলেই মনে করছেন অনেকে।(Kartik Maharaj)