কসবা কাণ্ডের ৭ দিন পর ‘জরুরি’ বৈঠকে বার কাউন্সিল, নেতৃত্বে অশোক দেব

কলকাতা: কসবা আইন কলেজের (South Calcutta Law College) গণধর্ষণ (Kasba Gangrape Case) কাণ্ডে এক সপ্তাহ কেটে যাওয়ার পর অবশেষে নড়েচড়ে বসছে রাজ্য বার কাউন্সিল (Bar…

কসবা কাণ্ডের ৭ দিন পর ‘জরুরি’ বৈঠকে বার কাউন্সিল, নেতৃত্বে অশোক দেব

কলকাতা: কসবা আইন কলেজের (South Calcutta Law College) গণধর্ষণ (Kasba Gangrape Case) কাণ্ডে এক সপ্তাহ কেটে যাওয়ার পর অবশেষে নড়েচড়ে বসছে রাজ্য বার কাউন্সিল (Bar Council of West Bengal)। আজ, বৃহস্পতিবার রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেবের (Ashok Deb) নেতৃত্বে হতে চলেছে এক জরুরি বৈঠক।

সূত্রের খবর, এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন বার কাউন্সিলের সদস্যরা। কসবা আইন কলেজে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়েই আলোচনা হবে এই বৈঠকে। জানা গিয়েছে, কলেজের নিরাপত্তা ব্যবস্থা, পড়ুয়াদের নিরাপত্তা, এবং ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য আইন কলেজগুলির ওপর নজরদারির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

   

এদিনের বৈঠকে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রথমত, রাজ্যের বিভিন্ন আইন কলেজে নিরাপত্তা ব্যবস্থা কেমন, তা খতিয়ে দেখা। দ্বিতীয়ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রসঙ্গে বার কাউন্সিলের অবস্থান স্পষ্ট করা। তৃতীয়ত, কসবা আইন কলেজের পরিচালন সমিতি তথা গভর্নিং বডির ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে।

উল্লেখ্য, কসবা গণধর্ষণ কাণ্ডের পর থেকেই বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেবের ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। কারণ অশোক দেব শুধুমাত্র বার কাউন্সিলের চেয়ারম্যানই নন, তিনি ওই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্টও। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে কলেজের এক অনুষ্ঠানে অশোক দেবকে ‘জ্যেঠু’ বলে সম্বোধন করতে দেখা যায়। এই ভিডিও সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে বিতর্ক আরও বেড়েছে।

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালসহ রাজ্যের বিরোধী নেতারা ইতিমধ্যেই দাবি তুলেছেন, অশোক দেবের বিরুদ্ধে পদত্যাগের। যদিও অশোক দেব আগেই জানিয়েছেন, অভিযুক্তকে তিনি শুধুমাত্র কলেজের ছাত্র হিসেবে চিনতেন। তবে এত বড় ঘটনার পরও সাত দিন পর্যন্ত বার কাউন্সিলের তরফে কোনও পদক্ষেপ না নেওয়ায় আইনি মহলে ক্ষোভ তৈরি হয়েছে।

Advertisements

একজন সিনিয়র আইনজীবী বলেন, ‘‘রাজ্যের আইন শিক্ষার প্রধান নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিল। এত বড় একটি ঘটনা ঘটে যাওয়ার পর এতদিন তারা কেন নিশ্চুপ ছিল, সেটাই বড় প্রশ্ন।’’

আজকের বৈঠকে বার কাউন্সিল কী সিদ্ধান্ত নেয়, সেটার দিকেই তাকিয়ে আইনি মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। সূত্রের খবর, বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তি বা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বার কাউন্সিল তাদের অবস্থান স্পষ্ট করতে পারে।

অন্যদিকে, কসবা কাণ্ডের তদন্তেও নতুন মোড় এসেছে। পুলিশের তরফে নতুন ছ’টি ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ সহ একাধিক কঠোর ধারায় মামলা চলছে।

বর্তমানে রাজ্যের আইনজীবী মহলের একাংশ মনে করছেন, শুধু কলেজ নয়, রাজ্যের সমস্ত আইন কলেজের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা জরুরি। বার কাউন্সিলের আজকের বৈঠক সেই প্রক্রিয়ার দিকেই এগিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।