গার্সিয়ার গোলে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে (FIFA Club World Cup) জয়ের ধারা অব্যাহত রাখল রিয়াল মাদ্রিদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতীয় সময় মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ…

Gonzalo Garcia’s Header Secures Real Madrid’s FIFA Club World Cup Quarter-Final Spot Against Juventus

ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে (FIFA Club World Cup) জয়ের ধারা অব্যাহত রাখল রিয়াল মাদ্রিদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতীয় সময় মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল স্পেনের এই ফুটবল ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ইতালির অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব জুভেন্টাস। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় সুনিশ্চিত করে জাভি আলোন্সোর ছেলেরা। এদিন দলের হয়ে জয়সূচক গোলটি করেন গঞ্জালো গার্সিয়া। তাঁর করা একটিমাত্র গোলেই এবার শেষ আটে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা।

বলাবাহুল্য, এদিন ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই করতে দেখা গিয়েছিল উভয় ফুটবল দলকে। তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানতেন সকলে। সেইমতো যথেষ্ট সাবধানী মেজাজে দেখা গিয়েছিল উভয় দলের খেলোয়াড়দের। তবে প্রথমার্ধের প্রথম কোয়ার্টারে সুযোগ বুঝেই প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিতে দেখা গিয়েছিল জুড বেলিংহাম থেকে শুরু করে ফেদেরিকো ভেলভের্দেদের। কিন্তু গোলের মুখ খোলা খুব একটা সহজ ছিল না তাঁদের পক্ষে। বিশেষ করে প্রতিপক্ষ দলে মিচেল ডি গ্ৰেগোরিওর মতো গোলরক্ষক থাকায়।

   

তাঁর অন্যবদ কয়েকটি সেভ যথেষ্ট নিরাপদে রেখেছিল ইতালির এই ফুটবল দলকে। তবে প্রতি আক্রমণ করতে ভোলেনি জুভেন্টাস। কেনান ইয়িলদিজের পাস থেকে গোলের মুখ খোলার সুযোগ পেয়ে গিয়েছিলেন কোলো মুয়ানি। কিন্তু কাজের কাজ করা সম্ভব হয়নি সেই ফুটবলারের পক্ষে। কিছুক্ষণ পর আরও একটি শট লক্ষ্যভ্রষ্ট হয় তাঁদের। নাহলে অনায়াসেই এগিয়ে যেতে পারত প্রতিপক্ষ ফুটবল দল‌। তবে প্রথমার্ধের শেষের দিকে গোল করে রিয়ালকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিলেন ভালভের্দে। সিজার কিক নিয়ে গোল করার চেষ্টা করলেও অনায়াসেই সেটি আটকে দেন প্রতিপক্ষের গোলরক্ষক।

Advertisements

যারফলে অমীমাংসিত ফলাফল নিয়েই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধ থেকেই আক্রমণের ধার আরও বাড়াতে শুরু করে রিয়াল মাদ্রিদ। তারপর ৫৪ মিনিটের মাথায় আসে বহু প্রতীক্ষিত গোল। প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়ে হেড করে গোল করে যান গার্সিয়া। পরবর্তীতে আরও বেশ কয়েকবার গোলের সুযোগ এসেছিল উভয় দলের কাছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যারফলে এক গোলে জিতেই শেষ আটে নিজেদের নিশ্চিত করে মাদ্রিদ। আগামী ৬ ই জুলাই শেষ আটের ম্যাচ খেলবে জাভির ছেলেরা।