স্নায়ুর রোগে কাবু সৌগত রায়, হাই সুগার ও প্রেশার নিয়ে চিন্তায় মেডিক্যাল টিম

কলকাতা: তাঁর কথা জড়িয়ে যাচ্ছে, শরীরে ধরা পড়েছে জটিল স্নায়ুরোগ, চলছে ইন্টেন্সিভ কেয়ার। স্থিতিশীল হলেও এখনও সঙ্কটজনক অবস্থাতেই রয়েছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। ৭৭…

Saugata Roy critical condition

কলকাতা: তাঁর কথা জড়িয়ে যাচ্ছে, শরীরে ধরা পড়েছে জটিল স্নায়ুরোগ, চলছে ইন্টেন্সিভ কেয়ার। স্থিতিশীল হলেও এখনও সঙ্কটজনক অবস্থাতেই রয়েছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। ৭৭ বছর বয়সী এই অভিজ্ঞ রাজনীতিবিদের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও চিন্তার ভাঁজ কাটেনি চিকিৎসকদের কপাল থেকে।

তৃণমূলের একাংশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই অনিদ্রা ও স্নায়ুর জটিলতায় ভুগছিলেন সৌগতবাবু। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে বাকপ্রবাহ। রয়েছে পিঠের তীব্র যন্ত্রণা। তাঁর চিকিৎসার জন্য গঠিত হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড।

   

চিকিৎসায় বিশেষজ্ঞদের টিম

সৌগত রায়ের চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. মনোজ সাহা। তাঁর সঙ্গে রয়েছেন ডা. বৈভব শেঠ, ডা. অরিন্দম মৈত্র ও ডা. রাহুল জৈন। মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে প্রতিদিনই প্রকাশিত হচ্ছে স্বাস্থ্য বুলেটিন।

সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, সৌগত রায় তন্দ্রাচ্ছন্ন, তবে সম্পূর্ণ জ্ঞান আছে৷ শরীরে রয়েছে হালকা জ্বর৷ খাবার দেওয়া হচ্ছে রাইলস টিউব-এর মাধ্যমে৷ সংক্রমণ রুখতে চলছে ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক৷ ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে৷ ধরা পড়েছে এনসেফেলোপ্যাথি (মস্তিষ্কের জটিল স্নায়ুর সমস্যা), যার ফলে জড়িয়ে যাচ্ছে কথা৷ ব্যবহার করা হচ্ছে ক্যাথিটার ও নেবুলাইজার৷ রক্তে পটাশিয়ামের মাত্রা নামানো গিয়েছে বর্ষীয়ান এই রাজনীতিবিদের৷ কিডনির সমস্যা কিছুটা কমলেও, এখনও রয়েছে একাধিক কোমর্বিডিটি৷ 

চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন, মস্তিষ্কে রক্ত সঞ্চালনে জটিলতা, উচ্চ রক্তচাপ, সুগার, কোলেস্টেরল এবং ফুসফুসের সংক্রমণ৷ পরিস্থিতি কঠিন করে তুলছে।

Advertisements

কবে থেকে অসুস্থ? কী ঘটেছিল আগে? Saugata Roy critical condition

গত ২২ জুন থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূল সাংসদ। দিঘায় জগন্নাথধামের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও, অক্ষয় তৃতীয়ার দিন আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবার প্রথমে তাঁকে নিয়ে যায় বেলঘরিয়ার এক নার্সিংহোমে। অবস্থার অবনতি হওয়ায় পরে ভর্তি করানো হয় দক্ষিণ কলকাতার একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে।

জানা গিয়েছে, তাঁর শরীরে পেসমেকার বসানো আছে। বয়সজনিত নানা সমস্যার পাশাপাশি চলতি সময়ে একাধিক শারীরিক জটিলতা ধরা পড়ায় চিকিৎসকরা একেবারে কোনও ঝুঁকি নিতে চাইছেন না।

রাজনৈতিক মহলে উদ্বেগ

সৌগত রায়ের অসুস্থতা ঘিরে উদ্বেগে রয়েছেন সহকর্মীরা। রাজ্য তথা জাতীয় রাজনীতিতে তাঁর ভূমিকা দীর্ঘদিনের। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতানেত্রী বার্তা পাঠিয়েছেন। পরিবার সূত্রে জানানো হয়েছে, আপাতত সৌগত রায়ের শারীরিক পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্থিতিশীল, তবে পরবর্তী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।