শেষ মরসুমটা খুব একটা ভালো কাটেনি শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাবের (Sreenidi Deccan FC)। আইলিগের প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল শক্তিশালী গোকুলাম কেরালা এফসির কাছে। তাঁদের কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল হায়দরাবাদের এই ফুটবল ক্লাব। সেইমতো অনায়াসেই দ্বিতীয় ম্যাচে তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী চার্চিল ব্রাদার্স দলকে। দল জয়ের সরণিতে ফিরতেই আত্মবিশ্বাস বাড়তে শুরু করেছিল ফুটবলারদের মধ্যে। যারফলে তৃতীয় ম্যাচেও বজায় ছিল সেই ধারাবাহিকতা। সেখানে তাঁরা পরাজিত করেছিল টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী দল রাজস্থান ইউনাইটেডকে।
কিন্তু দিল্লী ম্যাচ থেকে ফের পুরনো পারফরম্যান্সে ফিরে আসে শ্রীনিধি ডেকান। সেই ম্যাচে একটি গোলে পরাজিত হওয়ার পর গোয়ার আরেক শক্তিশালী দল তথা ডেম্পো স্পোর্টস ক্লাব থেকে শুরু করে বারাণসীর শক্তিশালী দল তথা ইন্টার কাশীর কাছে পরাজিত হতে হয়েছিল এই ফুটবল দলকে। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। তারপরেও বেশ কিছু ম্যাচে পয়েন্ট নষ্ট করে হায়দরাবাদের এই ক্লাব। যারফলে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে অনায়াসেই ছিটকে গিয়েছিল শ্রীনিধি দল। তবে ভালো পারফরম্যান্স করে আইলিগ অভিযান শেষ করতে বদ্ধপরিকর ছিল দল। কিন্তু সেখানেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি।

টুর্নামেন্টের শেষ ম্যাচে স্পোটিং ক্লাব বেঙ্গালুরুর কাছে আটকে যেতে হয়েছিল এই দলকে। তাই শেষ পর্যন্ত ২২ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানেই শেষ করে এই ফুটবল ক্লাব। সেই নিয়ে যথেষ্ট হতাশ সকলে। তাই এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছাতে ব্যস্ত শ্রীনিধি। সেক্ষেত্রে নয়া ফুটবলার সই করানোর পাশাপাশি দলের মধ্যে ও বেশকিছু বদল আনতে চাইছে এই দল। সেই অনুযায়ী এবার একসাথে দলের আটজন ফুটবলারদের বিদায় জানাল শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব। যাদের মধ্যে রয়েছেন শাহাবাজ আলি, লালনুনটলুঙ্গা, পবন কুমার, সৌরভ মেহের, সাজিদ ধোট, কেন লুইস, উবেইদ সিকে, সিলেন্টহ্যাং লটজেম।
বলাবাহুল্য, এই সমস্ত ফুটবলারদের সামনে রেখেই গত সিজনে চূড়ান্ত সাফল্য পাওয়ার পরিকল্পনা ছিল শ্রীনিধি দলের। কিন্তু সেটা সম্ভব হয়নি। সেই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই।