পূর্ব পরিকল্পনা অনুযায়ী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হতে চলেছে ডুরান্ড কাপ (Durand Cup 2025)। সব ঠিকঠাক থাকলে আগামী ২৩ শে আগস্ট পর্যন্ত চলবে এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট। এক্ষেত্রে গতবারের মতো এবারও বেশকিছু ম্যাচ থাকতে চলেছে শহর কলকাতায়। সেইসাথে জামশেদপুরের পাশাপাশি শিলং কোঝিকোড় সহ ইম্ফলের বুকে ও বেশকিছু ম্যাচ আয়োজিত হওয়ার কথা রয়েছে। যারফলে কলকাতার মূলত দুইটি স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের ম্যাচ। যার মধ্যে রয়েছে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী স্টেডিয়াম।
সেই অনুযায়ী দেখলে হাতে মাত্র আর সামান্য কিছু দিন। তা মাথায় রেখে এখন থেকেই স্টেডিয়াম পরিচর্যার কাজ শুরু করতে চলেছে ফুটবল সংস্থা। যালফলে আগামী বুধবার থেকেই অন্যত্র অনুশীলন করবে কলকাতা ময়দানের দুই প্রধান দল তথা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে নিউ টাউনকে। সেখানে ফেডারেশনের মাঠের অ্যাস্টোটার্ফে অনুশীলন করতে দেখা যাবে লাল-হলুদের পাশাপাশি সবুজ-মেরুনের ফুটবলারদের। তবে সেই সমস্যা কাটিয়ে জয়ের সরণিতে ফেরাই এখন প্রধান লক্ষ্য মোহনবাগানের।
গত সোমবার কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ডেগি কার্ডোজোর ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের কাছে পরাজিত হয়েছিল গঙ্গা পাড়ের এই ফুটবল দল। যা কিছুতেই ভালোভাবে নেয়নি সমর্থকরা। ম্যাচের পর খেলোয়াড়দের পাশাপাশি সার্পোটিং স্টাফেদের উদ্দেশ্য করে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল সমর্থকদের। সেই হতাশা কাটিয়ে পরবর্তী ম্যাচে ভালো ফল করতে চান দীপেন্দু বিশ্বাসরা।
অন্যদিকে, মেসার্স ক্লাবকে পরাজিত করে কলকাতা ফুটবল লিগ শুরু করেছে পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল। তবে প্রত্যাশা মতো খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি দলের অধিকাংশ ফুটবলারদের। এই সমস্যা কাটিয়ে আগামী ম্যাচের আগেই দলের আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্য বিনো জর্জের।