কলকাতা লিগে ফের সূচি বদল, কবে খেলতে নামছে ইস্ট-মেডান?

গত ২৫শে জুন থেকে শুরু হয়েছে এবারের কলকাতা ফুটবল লিগ (CFL 2025 Schedule) । এই নতুন মরসুমের প্রথম ম্যাচে বিএসএসের বিপক্ষে খেলতে নেমেছিল কালীঘাট মিলন…

CFL 2025: East Bengal vs Suruchi Sangha, Mohammedan SC vs Calcutta Police Matches Rescheduled to July 4

গত ২৫শে জুন থেকে শুরু হয়েছে এবারের কলকাতা ফুটবল লিগ (CFL 2025 Schedule) । এই নতুন মরসুমের প্রথম ম্যাচে বিএসএসের বিপক্ষে খেলতে নেমেছিল কালীঘাট মিলন সংঘ। সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল বেহালার সেই ফুটবল ক্লাব। তার ঠিক একদিন পর থেকেই প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু করেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সেই ম্যাচে ছয়টি গোলের ব্যবধানে তাঁরা পরাজিত করেছিল মেসার্স ক্লাবকে। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। আগের সিজনের মতো এবারও জয় দিয়েই লিগ শুরু করেছে মশাল ব্রিগেড। নিঃসন্দেহে যা আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের।

তবে এসবের মাঝেই ফের বদল করা হল ম্যাচের সময়। পুরনো সূচি অনুযায়ী আগামী ৩ রা জুলাই বিকেল পাঁচটায় নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে নিউ আলিপুর সুরুচি সংঘের বিপক্ষে খেলতে নামার কথা ছিল বিনো জর্জের ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। কিন্তু বদলে গেল সেটি। যারফলে একটা দিন পিছিয়ে গেল সেই ম্যাচ। অর্থাৎ আগামী ৪ঠা জুলাই নৈহাটির সেই ফুটবল স্টেডিয়ামে কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মশাল ব্রিগেড। শুধুমাত্র ইস্টবেঙ্গল নয়। বদল এসেছে ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচের ক্ষেত্রে।

   

পুরনো তালিকা অনুযায়ী আগামী ৫ ই জুলাই আয়োজিত হওয়ার কথা ছিল মহামেডান দলের ম্যাচ। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে খেলতে নামার কথা ছিল কলকাতা পুলিশ ফুটবল ক্লাবের। তবে এবার সেই ম্যাচ আয়োজিত হতে চলেছে আগামী ৪ ঠা জুলাই বিকেল তিনটে নাগাদ। বারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে আয়োজিত হবে ময়দানের এই আরেক প্রধানের ম্যাচ। অর্থাৎ এবার একই দিনেই খেলতে নামবে কলকাতার দুই শক্তিশালী ফুটবল ক্লাব। তবে এটাই প্রথম নয়। কিছুদিন আগেই বদল করা হয়েছিল মহামেডান বনাম ডায়মন্ড হারবারের ম্যাচের দিন।

Advertisements

আগামী ২০ শে জুলাই সেই ম্যাচ আয়োজিত হওয়ার কথা থাকলেও নয়া সূচি অনুযায়ী সেটি বদল করে আগামী ২৬ শে জুলাই রাখা হয়েছে। বলাবাহুল্য, শেষ সিজনে প্রিমিয়ার ডিভিশন লিগে খুব একটা ভালো, পারফরম্যান্স করতে পারেনি মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই তাঁদের কাছে। অন্যদিকে, গতবারের ছন্দ বজায় রাখতে বদ্ধপরিকর লাল-হলুদ শিবির।