মালদা সভায় চরম বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতিতে উত্তাল মন্ত্রীর সভা

মালদহ জেলার চাঁচলে এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত (Malda) হয়েই চরম অস্বস্তিতে পড়লেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল একাধিক উন্নয়ন…

Minister’s Meeting Turns Violent with Chair-Throwing and Scuffles

মালদহ জেলার চাঁচলে এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত (Malda) হয়েই চরম অস্বস্তিতে পড়লেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ঘোষণা। কিন্তু সেই সভা মঞ্চে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণরূপে উত্তপ্ত হয়ে ওঠে। দর্শকাসনে উপস্থিত তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে হঠাৎই চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে যায়, যা মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলার রূপ নেয়।(Malda) 

জানা গিয়েছে, এদিন চাঁচলের একটি মাঠে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের(Malda) অধীনস্থ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা ছাড়াও মন্ত্রী উদয়ন গুহ। সভা শুরুর ঠিক আগে থেকেই মাঠে উপস্থিত ছিলেন বহু তৃণমূল কর্মী, দলীয় সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষ।(Malda) 

   

মন্ত্রী মঞ্চে উঠতেই অজানা কারণে কিছু অংশের তৃণমূল কর্মী-সমর্থকদের(Malda) মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, একাধিক অঞ্চল থেকে আসা কর্মীরা বসা নিয়ে বিবাদে জড়ান। আসন সংরক্ষণ ও প্রভাব খাটানোর অভিযোগে পরিস্থিতি ধীরে ধীরে(Malda) উত্তপ্ত হতে শুরু করে। এর পরেই শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি, ধাক্কাধাক্কি, এমনকি গালিগালাজও। উপস্থিত সাধারণ মানুষ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য অনুষ্ঠান স্থগিত রাখতে হয়।(Malda) 

বিষয়টি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়(Malda) যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। বিশৃঙ্খলা রুখতে দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। পুলিশ লাঠি উঁচিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি, তবে সভার পরিবেশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।(Malda) 

পরে উদয়ন গুহ নিজে মাইক হাতে নিয়ে উপস্থিত জনতাকে শান্ত থাকার আবেদন জানান।(Malda) তিনি বলেন, “এই ধরনের আচরণ একেবারেই অনভিপ্রেত। সরকার আপনাদের জন্য উন্নয়ন করছে। কিন্তু এমন বিশৃঙ্খলা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।” তিনি আরও বলেন, “আজ এখানে যেসব প্রকল্পের সূচনা হয়েছে, সেগুলি উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের জন্য। দলীয় কোন্দল বা ব্যক্তিগত দ্বন্দ্ব যেন সেই উন্নয়নের পথে বাধা না হয়।(Malda) 

Advertisements

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা চর্চা শুরু হয়েছে।(Malda) বিরোধী শিবিরের দাবি, শাসকদলের ভেতরের গোষ্ঠীদ্বন্দ্ব ও শৃঙ্খলার অভাব দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। বিজেপির এক স্থানীয় নেতা বলেন, “নিজেদের মন্ত্রীর সভায় নিজেদের কর্মীরাই বিশৃঙ্খলা করছে। এ থেকেই বোঝা যায়, তৃণমূল কংগ্রেসের ভিত কতটা নড়বড়ে।”(Malda) 

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে। (Malda) তারা জানিয়েছে, “কিছু উৎসাহী কর্মীর আচরণে এই অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দলীয়ভাবে আমরা এই ঘটনার তদন্ত করব এবং প্রয়োজন হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”(Malda) 

সর্বোপরি, যে সভাটি উত্তরবঙ্গের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে (Malda) সাধারণ মানুষকে আশ্বস্ত করার কথা ছিল, তা এক মুহূর্তেই হয়ে উঠল বিশৃঙ্খলার প্রতীক। প্রশাসনের কড়া হস্তক্ষেপ এবং মন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও প্রশ্ন থেকে যাচ্ছে—এই ধরণের পরিস্থিতি ভবিষ্যতে কীভাবে এড়ানো যাবে? দলের মধ্যে শৃঙ্খলা বজায় না থাকলে যে উন্নয়ন কার্যক্রমও বিঘ্নিত হতে পারে, চাঁচলের এই ঘটনাই তার প্রকৃষ্ট উদাহরণ।(Malda)