ডঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিনে সিএবির শ্রদ্ধার্ঘ্য

১ জুলাই ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বকুল সুবাসিত প্রাঙ্গণে, বি.সি. রায় ক্লাব হাউসের সামনে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে ডঃ বিধানচন্দ্র রায়ের (Dr Bidhan Chandra…

CAB pays floral tribute to Dr Bidhan Chandra Roy at Eden Gardens

১ জুলাই ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বকুল সুবাসিত প্রাঙ্গণে, বি.সি. রায় ক্লাব হাউসের সামনে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে ডঃ বিধানচন্দ্র রায়ের (Dr Bidhan Chandra Roy) ১৪৩তম জন্মবার্ষিকী এবং ৬৩তম মৃত্যুবার্ষিকী পালন করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)।

এদিনের এই শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস, সচিব নরেশ ওঝা, যুগ্ম সচিব দেবব্রত দাস, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী সহ অ্যাপেক্স কাউন্সিলের সদস্য এবং বিভিন্ন কমিটির কর্মকর্তারা।

   

অনুষ্ঠান শুরু হয় সিএবির পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সবাই। বাঙালির গর্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক এবং পচিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ বি.সি. রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সিএবির কর্তারা।

এজবাস্টনে ভারতীয় দলের ‘গেমচেঞ্জার’ রণনীতি? তিন নম্বরে কামব্যাক এই ক্রিকেটারের!

স্নেহাশীষ গাঙ্গুলি বলেন, “ডঃ বিধানচন্দ্র রায় শুধু একজন চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজগঠক, যাঁর প্রজ্ঞা ও প্রগতিশীল চিন্তাধারা আজও আমাদের পথ দেখায়। CAB গর্বিত এই মহান ব্যক্তিত্বের নাম বহন করে।”

Advertisements

ডঃ রায়ের অবদান বাংলার চিকিৎসাক্ষেত্রে ও রাজনীতিতে আজও অনস্বীকার্য। তিনি শুধু চিকিৎসার মাধ্যমে জীবন বাঁচাননি, বরং কলকাতা শহর ও পশ্চিমবঙ্গের আধুনিক রূপকল্প নির্মাণে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ডঃ বিধানচন্দ্র রায়ের নামাঙ্কিত ক্লাব হাউসে আজ এই শ্রদ্ধাঞ্জলি যেন আরও একবার প্রমাণ করে দিল, ইতিহাসকে কৃতজ্ঞতায় ভোলেনি বাংলা। এভাবেই প্রতি বছর ১ জুলাই শুধু একজন ব্যক্তিকে নয়, এক আদর্শকে শ্রদ্ধা জানায় ইডেন গার্ডেন্স।

CAB pays floral tribute to Dr Bidhan Chandra Roy at Eden Gardens