“কসবা প্রসঙ্গে কিছু বলিনি, সংবাদমাধ্যম বিভ্রান্ত করছে”, মানস ভুঁইয়া

রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার একটি মন্তব্য ঘিরে সম্প্রতি (Manas Bhunia) রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। কসবা গণধর্ষণ-কাণ্ডের আবহে মন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র (Manas Bhunia) করে উঠেছে…

Kasba Row: Manas Bhunia Defends His Statement, Says Media Misquoted Him

রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার একটি মন্তব্য ঘিরে সম্প্রতি (Manas Bhunia) রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। কসবা গণধর্ষণ-কাণ্ডের আবহে মন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র (Manas Bhunia) করে উঠেছে নানা প্রশ্ন, তৈরি হয়েছে বিতর্ক। তবে সেই বিতর্কে জল ঢালতে সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছেন মন্ত্রী নিজেই—“আমি কসবা প্রসঙ্গে কিছু বলিনি। আমার কথা বিকৃতভাবে ব্যাখ্যা করা হচ্ছে।”(Manas Bhunia) 

মঙ্গলবার দুপুরে কলকাতায় এক চিকিৎসক সম্মেলনে(Manas Bhunia) যোগ দেন মানস ভুঁইয়া। সেখানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “বাংলায় ছোট্ট ঘটনা ঘটলেও গেল গেল রব ওঠে।” এই বক্তব্যের কিছু অংশ সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই সূত্র ধরেই বিরোধীরা প্রশ্ন তোলে, মন্ত্রী ঠিক কোন ‘ছোট ঘটনা’র কথা বলছেন? কসবা কাণ্ডকে কি তিনি ‘ছোট’ বলে উল্লেখ করেছেন?(Manas Bhunia) 

   

সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে, মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “সবটাই।” পরে তিনি আরও বলেন, “সামান্য ঘটনা হয়েছে, তা নিয়ে হুড়োহুড়ি হচ্ছে। মুখ্যমন্ত্রী কি কখনও কোনও ঘটনা এড়িয়ে গিয়েছেন? আরজি করের ঘটনার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের পর সিবিআই-ও এগোতে পারেনি। এতটাই সক্রিয় ছিলেন তিনি।(Manas Bhunia) 

এই বক্তব্য সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক তরজা।(Manas Bhunia) কসবা কাণ্ডের মতো স্পর্শকাতর বিষয়ে এমন মন্তব্যকে ‘অসংবেদনশীল’ আখ্যা দেয় বিরোধী রাজনৈতিক দলগুলি। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে, অভিযোগ ওঠে—রাজ্য সরকার এবং মন্ত্রীরা এই ধরণের অপরাধকে গুরুত্ব দিচ্ছেন না, বরং তা ছোট করে দেখাচ্ছেন।(Manas Bhunia) 

এরপর মঙ্গলবার সন্ধ্যায় মানস ভুঁইয়া জরুরি সাংবাদিক বৈঠক ডাকেন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানান, “কসবা প্রসঙ্গে আমি ‘ছোট ঘটনা’ বলিনি। যারা এমন ব্যাখ্যা দিচ্ছেন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন।” মন্ত্রী আরও বলেন, “স্বাস্থ্য ক্ষেত্রে কিছু দুর্বলতা বা ঘটনা ঘটে, সেই প্রসঙ্গেই আমি কথা বলেছি। কসবার ঘটনা নিন্দনীয়, আমি কখনও খারাপ কাজকে সমর্থন করি না।”(Manas Bhunia) 

Advertisements

তিনি জানান, অনুষ্ঠান শেষে যখন(Manas Bhunia) সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, “কোনটা ছোট ঘটনা?” তখন তিনি সাধারণভাবে বলেন “সবটাই”, কিন্তু সেটিকে আলাদা করে কসবা কাণ্ডের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। মন্ত্রীর দাবি, “আমার বক্তব্যকে খণ্ডিত করে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। যদি এভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলতে থাকে, তাহলে আমি আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হব।”(Manas Bhunia) 

এই বিতর্ক ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিরোধীরা একদিকে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে চাইছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বোঝানো হচ্ছে—এই ধরণের অপরাধের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসন।(Manas Bhunia) 

মানস ভুঁইয়ার দাবি অনুযায়ী, তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন ও মুখ্যমন্ত্রীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করা। কিন্তু কিছু মহল তাঁর বক্তব্যের নির্যাস না বুঝেই বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে।(Manas Bhunia) 

সব মিলিয়ে, একটি মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে যে নতুন বিতর্ক শুরু হয়েছে, তার জেরে আবারও প্রমাণিত—রাজনীতির ময়দানে শব্দের গুরুত্ব কতখানি। একজন মন্ত্রীর একটি বাক্য কিংবা ব্যাখ্যার ধরণ, মুহূর্তের মধ্যে কীভাবে রাজনৈতিক আলোড়ন সৃষ্টি করতে পারে, তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মানস ভুঁইয়ার কাণ্ড(Manas Bhunia)