কলকাতা: কসবা আইন কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য৷ অশান্ত রাজনৈতিক মঞ্চ৷ এমন সময়ে রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার ‘ছোট্ট ঘটনা’ মন্তব্য অগ্নিস্ফুলিঙ্গর মতো রাজনৈতিক বিতর্কের ঝড় তুলল। মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ছোট্ট একটা ঘটনা হলেই গেল গেল রব ওঠে।” যদিও স্পষ্ট করেননি কোন ঘটনাকে তিনি ‘ছোট্ট’ বলছেন, তবু তার বক্তব্য রাজ্য রাজনীতিতে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
মুখ্যমন্ত্রী সবকিছু মাতৃস্নেহে সামলান
মন্ত্রী আরও বলেন, “পহেলগাঁও হামলার অভিযুক্তরা এখনো ধরা পড়েনি। বাংলার দিকে দেখুন, সামান্য ঘটনাই বড় হইচই শুরু করে। স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, প্রেমিকের সঙ্গে গিয়ে পাহাড় থেকে ঠেলে ফেলা- এসব ঘটে যাচ্ছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সবকিছু মাতৃস্নেহে সামলান। কে কী বলছে, সেটা দেখে মন খারাপ করবেন না।”
এক প্রশ্নের জবাবে মানস জানান, “সব ঘটনার ওপরই এত আলোচনা হয়-কিছুটা অতিরঞ্জন।” তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত ও দৃঢ় পদক্ষেপের প্রশংসাও করেন, বিশেষ করে পহেলগাঁও হামলা মামলায়।
মনোজিত গ্রেফতার Manas Bhunia small incident remark
কসবা কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিত মিশ্রা ইতিমধ্যেই গ্রেফতার৷ তাকে আদালতে তোলা হয়েছে। মনোজিত ওই কলেজের প্রাক্তনী ও তৃণমূলের দক্ষিণ কলকাতা ইউনিটের সাধারণ সম্পাদক। অপর দুই অভিযুক্ত কলেজের ছাত্র। ইতোমধ্যে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রের বিতর্কিত মন্তব্য ও ক্ষমা চাওয়ার ঘটনা রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। এবার মানসের মন্তব্য নতুন মাত্রা যোগ করল উত্তাপে।
বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, “তৃণমূলের উচ্চপদস্থ নেতাদের থেকে এমন বিবৃতি উদ্বেগজনক ও দুঃখজনক।” মানস নিজে দাবি করেছেন, তার বক্তব্য বিকৃত হচ্ছে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।
কসবা গণধর্ষণ কাণ্ড ও তার পরবর্তী রাজনীতিক উত্তাপ রাজ্যের সামগ্রিক রাজনীতিতে একটি বড় প্রভাব ফেলেছে। তৃণমূল সরকার দৃঢ় অবস্থান নিয়ে বলছে, দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।