শারীরিক অবস্থার অবনতি! কথা জড়িয়ে যাচ্ছে সৌগতর, খাওয়ানো হচ্ছে রাইস টিউবে

কলকাতা: তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায়ের শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের সূত্রে জানা গিয়েছে, তাঁর কথা জড়িয়ে…

Saugata Roy Health Update

কলকাতা: তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায়ের শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের সূত্রে জানা গিয়েছে, তাঁর কথা জড়িয়ে যাচ্ছে৷ তিনি আচ্ছন্ন অবস্থায় রয়েছেন। সেই সঙ্গে কোমর ও পিঠে তীব্র যন্ত্রণাও রয়েছে।

নানা শারীরিক সমস্যা

চিকিৎসকেরা জানিয়েছেন, ৭৭ বছর বয়সী এই রাজনীতিবিদকে বর্তমানে রাইস টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে এবং ইউরিনারি ক্যাথিটারও ব্যবহার করা হচ্ছে। তাঁর নানা শারীরিক সমস্যার কারণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও চলছে।

   

অক্ষয় তৃতীয়ার দিন আড়িয়াদহে একটি মন্দির উদ্বোধনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৌগত রায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের পরিস্থিতি জানতে যান।

Advertisements

আগেও অসুস্থ Saugata Roy Health Update

এর আগেও চলতি বছরের ১০ মার্চ লোকসভা অধিবেশন শেষে সংসদ ভবনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত রায়। তখন তাঁকে হুইলচেয়ারে বসিয়ে বের করা হয় এবং তৃণমূলের অন্যান্য সাংসদরা তাঁকে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর অবস্থা কিছুটা চিন্তার। প্রয়োজনে তাঁকে আইসিইউতে স্থানান্তর করার সম্ভাবনাও রয়েছে। সহকর্মী ও অনুরাগীরা বর্ষীয়ান এই নেতার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন।