আত্মরক্ষায় তৎপর, পুলিশি তলবের আগেই হাইকোর্টে হাজির ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজ

ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশের নোটিসও গিয়েছে।(Calcutta High Court)  নির্ধারিত ছিল ১ জুলাই থানায় হাজিরা দেওয়ার সময়সীমা। কিন্তু সেই সময় আসার আগেই তড়িঘড়ি…

Accused Kartik Maharaj Moves Calcutta High Court Ahead of Scheduled Police Appearance

ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশের নোটিসও গিয়েছে।(Calcutta High Court)  নির্ধারিত ছিল ১ জুলাই থানায় হাজিরা দেওয়ার সময়সীমা। কিন্তু সেই সময় আসার আগেই তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ হলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রভাবশালী সাধু ও পদ্মশ্রী প্রাপ্ত কার্তিক মহারাজ। (Calcutta High Court)  মঙ্গলবার তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে FIR বাতিলের আবেদন জানিয়েছেন। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে উঠেছে বিষয়টি, শুনানি হবে বুধবার।(Calcutta High Court)  

১৩ বছর আগের ঘটনার অভিযোগ(Calcutta High Court)  

এই পুরো মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক মহিলা, যিনি গত ২৬ জুন নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, ২০১৩ সালে তাঁকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন(Calcutta High Court)  কার্তিক মহারাজ। এই সম্পর্ক তিনি চাননি, এবং প্রতিশ্রুতি রাখা হয়নি বলেও অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানার পুলিশ কার্তিক মহারাজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (২) (ধর্ষণ), ৩১৩ (গর্ভপাত বাধ্য করা), ৫০৬ (আশঙ্কা সৃষ্টি করে হুমকি), এবং ৪১৭ (প্রতারণা) ধারায় মামলা রুজু করেছে।(Calcutta High Court)  

   

পুলিশি তলব ও প্রোটেকশন(Calcutta High Court)  

পুলিশ সূত্রে খবর, সোমবারই কার্তিক মহারাজের(Calcutta High Court)  কাছে একটি নোটিস পাঠানো হয়েছে। ওই নোটিসে তাঁকে ১ জুলাই নবগ্রাম থানায় হাজিরা দিতে বলা হয়। অন্যদিকে, নির্যাতিতার তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে তাঁর উপর যেকোনো সময় আক্রমণ হতে পারে। সেই আশঙ্কার কথা মাথায় রেখে মহিলা পুলিশি নিরাপত্তার দাবি জানালে প্রশাসনের তরফ থেকে তাঁকে প্রোটেকশন দেওয়া হয়েছে।(Calcutta High Court)  

কার্তিক মহারাজের প্রতিক্রিয়া(Calcutta High Court)  

এই ঘটনায় কার্তিক মহারাজ পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছেন।(Calcutta High Court)  তিনি হাইকোর্টে দাখিল করা আবেদনে উল্লেখ করেছেন, তিনি ভারত সেবাশ্রম সঙ্ঘের সদস্য এবং একজন পদ্মশ্রী প্রাপক। তাঁর দাবি, ১৩ বছর আগের একটি ঘটনা টেনে এখন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।(Calcutta High Court)  তাঁর কথায়, “এটা সাধু-সন্ন্যাসীদের ওপর আক্রমণ। এটা বরদাস্ত করা যায় না। আশা করি, সত্য সত্যের পথেই যাবে। আইন আইনের পথেই চলবে।”(Calcutta High Court)  

Advertisements

তাঁর আইনজীবীর তরফে দাবি করা হয়েছে, কোনও ধরনের সুস্পষ্ট প্রমাণ ছাড়াই এই ধরনের অভিযোগ করা হয়েছে, যাতে একজন সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্বের মানহানি হয়।(Calcutta High Court)  

আইন কি বলছে?(Calcutta High Court)  

ভারতীয় দণ্ডবিধির যে ধারাগুলি এই (Calcutta High Court)  মামলায় প্রয়োগ হয়েছে, সেগুলি অত্যন্ত গুরুতর। বিশেষত ৩৭৬ (২) ধারা অনুসারে, যদি কোনও ব্যক্তি কর্তব্য বা প্রভাব খাটিয়ে ধর্ষণ করেন, তাহলে তার জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। পাশাপাশি, ৩১৩ ধারায় কোনও মহিলাকে গর্ভপাতে বাধ্য করা হলে তার জন্য ১০ বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে।(Calcutta High Court)  

আগাম জামিন নাকি মামলা বাতিল?(Calcutta High Court)  

কার্তিক মহারাজের আইনজীবীরা বর্তমানে মূলত FIR বাতিলের আবেদন করেছেন। তবে আদালত যদি তা না মানে, তাহলে তাঁরা আগাম জামিনের আবেদন জানাতে পারেন বলেও আইনমহলে জল্পনা।(Calcutta High Court)