গন্তব্য পাহাড় হোক বা সমুদ্র, জঙ্গলে ঘোরার পরিকল্পনা হোক কিংবা মরুভূমির সাহসিক ভ্রমণ – এবার ট্রেনে তৎকাল টিকিট কাটার আগে মাথায় রাখতে হবে ভারতীয় রেলের (IRCTC) নতুন নিয়ম। ২০২৫ সালের ১ জুলাই (মঙ্গলবার) থেকে তৎকাল টিকিট বুকিংয়ের সময় বাধ্যতামূলক হচ্ছে আধার নম্বর (Aadhaar Number) লিঙ্কিং।
কি বলছে রেলওয়ে?
IRCTC-এর (Indian Railway Catering and Tourism Corporation) তরফে জানানো হয়েছে, এখন থেকে তৎকাল টিকিট কাটতে গেলে IRCTC অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতেই হবে। যাঁরা এখনও আধার লিঙ্ক করেননি, তাঁদের জন্য এই নিয়ম অত্যন্ত জরুরি।
কিভাবে করবেন আধার KYC?
IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে ‘My Profile’ সেকশনে যেতে হবে। সেখান থেকে ‘Aadhaar KYC’ অপশন সিলেক্ট করতে হবে। এরপর ১২ ডিজিটের আধার নম্বর দিয়ে সাবমিট করলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে যাবে OTP (One Time Password)। সেই OTP ভেরিফাই করলেই KYC সম্পন্ন হবে।
OTP ভেরিফিকেশন বাধ্যতামূলক হচ্ছে ১৫ জুলাই থেকে:
তৎকাল টিকিট বুকিংয়ের সময় আগামী ১৫ জুলাই ২০২৫ থেকে OTP ভেরিফিকেশনও বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থাৎ টিকিট কাটার সময় রিয়েল টাইমে মোবাইল OTP দিয়ে আধার যাচাই করতে হবে। এর ফলে জালিয়াতি এবং কালোবাজারি অনেকটাই বন্ধ হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
তৎকাল টিকিট বুকিং টাইমেও পরিবর্তন:
এছাড়াও তৎকাল টিকিট বুকিং টাইমে বড় পরিবর্তন আনছে রেল। আগে যেখানে সকাল ১০টা থেকে এসি ক্লাসের তৎকাল টিকিট এবং সকাল ১১টা থেকে নন-এসি ক্লাসের তৎকাল টিকিট বুকিং শুরু হত, এবার প্রথম ৩০ মিনিট পর্যন্ত টিকিট বুক করা যাবে না।
নতুন টাইমিং:
এসি তৎকাল: সকাল ১০:৩০ টা থেকে
নন-এসি তৎকাল: সকাল ১১:৩০ টা থেকে
রেলওয়ে সূত্রে জানা গেছে, এই নতুন স্লটিং-এর উদ্দেশ্য হল কালোবাজারি এবং অস্বচ্ছ বুকিং রোধ করা। যদিও রেলের পক্ষ থেকে এই সময় পরিবর্তনের কারণ বিস্তারিতভাবে জানানো হয়নি।
কেন এই পরিবর্তন?
রেলের মতে, তৎকাল টিকিট বুকিংয়ে অসাধু এজেন্টদের দৌরাত্ম্য এবং ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে বড় পরিমাণে টিকিট কেটে পরে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এই কালোবাজারি বন্ধ করতেই আধার KYC এবং OTP ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।
ভবিষ্যতে কী আরও নিয়ম বদল আসবে?
বিশেষজ্ঞদের মতে, রেলের এই পদক্ষেপের পরে ভবিষ্যতে অন্যান্য ক্যাটেগরির টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও আধার লিঙ্কিং বাধ্যতামূলক হতে পারে। এছাড়া অনলাইনে আরও স্বচ্ছতা আনতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করতে চলেছে IRCTC।