জিম সেশনে নিজেকে প্রস্তুত করছেন রশিদ

বহু হতাশার মধ্যে দিয়ে গত সিজন কেটেছে ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal)। সাফল্য পাওয়ার লক্ষ্য নিয়ে একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের দলে যুক্ত করে ও…

Mohammed Rashid

বহু হতাশার মধ্যে দিয়ে গত সিজন কেটেছে ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal)। সাফল্য পাওয়ার লক্ষ্য নিয়ে একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের দলে যুক্ত করে ও খুব একটা সুবিধা করতে পারেনি মশাল ব্রিগেড। সেই ধাক্কা কাটিয়ে মাস কয়েক আগে থেকেই নতুন মরসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। বিশেষ করে ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই আরও সক্রিয় হয়ে উঠতে শুরু করে ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করার ক্ষেত্রে ও অগ্রণী ভূমিকা রেখেছে লাল-হলুদ শিবির। বিগত কয়েক মাস ধরেই দলে টানার ক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসছে শুরু করেছিল প্যালেস্টাইনের তারকা ফুটবলার মহম্মদ রশিদের (Mohammed Rashid) নাম।

শেষ মরসুম পর্যন্ত লিগ ওয়ানের ক্লাব পার্সেবায়া সুরাবায়ার সঙ্গে যুক্ত ছিলেন বছর ঊনত্রিশের এই হাইপ্রোফাইল। সেই দলের হয়ে খেলেছেন প্রায় ৩৩ টি ম্যাচ। তারমধ্যে ছয়টি গোল রয়েছে রশিদের। যা নিঃসন্দেহে বড়সড় চমক। তাঁর রেকর্ড নজরে রেখেই দলে টানতে মরিয়া হয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে এই ফুটবলারকে প্রায় নিশ্চিত করে ফেলেছে মশাল ব্রিগেড। সেইমতো চুক্তিপত্র ও নাকি পাঠানো হয়েছিল বহু আগেই। এবার ঘোষণার অপেক্ষায় সকলে। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলকে।

   

এই ক্লাবের হয়ে যাত্রা শেষ করার পর কিছুদিন আগেই সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত বেশকিছু ছবি আপলোড করেছিলেন রশিদ। যেখানে তিনি লেখেন, “শিক্ষায় ভরা এই মরসুম। যেখানে উল্লেখ্য করেছিলেন সেই ক্লাবের সমর্থকদের তরফে পাওয়া ভালোবাসার কথা। বর্তমানে সিজন শেষ। তবে থেমে নেই এই ফুটবলার। এখন থেকেই নতুন মরসুমের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন এই ফুটবলার। বেশকিছু ঘন্টা আগে নিজের সোশ্যাল সাইটে সেই সংক্রান্ত বেশকিছু স্টোরি আপলোড করেন এই তারকা।

Advertisements

যেখানে জিম সেশনে ওয়েট লিফ্টিং করার পাশাপাশি প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর ছবি দেখা যায়। যা নিঃসন্দেহে নজর কেড়েছে সকল ফুটবলপ্রেমীদের। আসলে নতুন সিজনে নতুন ক্লাবের হয়ে নিজেকে মেলে ধরতে মরিয়া এই মিডফিল্ডার।