সোমবার রাতে রামপুরহাটের বগটুই গ্রামে ঘটে যাওয়া ‘গণহত্যা’র (Rampurhat Massacre) পরিপ্রেক্ষিতে বুধবার এলাকা পরিদর্শন করতে বীরভূমে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিউড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে কিছুক্ষণের জন্য দাঁড়ান। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর মুখটা আগে ফিনাইল ব্লিচিং দিয়ে পরিষ্কার করতে হবে। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার পরামর্শ দেন।
শুভেন্দু বলেন, একজন মহিলার রাজত্বে ৮ জন মহিলাকে পুড়িয়ে মেরে দেওয়া হল। এখনই পদত্যাগ করা উচিত। রামপুরহাটে মুখ্যমন্ত্রীর সফর হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেন, উনি আসছেন এই কারণেই যদি এনআইএ অথবা সিবিআই তদন্ত হয় তাহলে তার তথ্য প্রমাণ লোপাট করতে।
এদিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে দাবি করেছেন, রামপুরহাটের এই গণহত্যার পরিপ্রেক্ষিতে বিজেপি বিধায়করা পিকনিক করতে যাচ্ছেন। তারা শক্তিগড়ের ল্যাংচা খেতে ব্যস্ত। এর প্রতিবাদে শুভেন্দু অধিকারী হলেন, পৌঁছান। তখন যদি কোথাও চা খাওয়ার জন্য দাঁড়ানো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলবেন ল্যাংচা খেয়ে রামপুরহাট পৌঁছাবে? এটা কোন ভাষা। মুখ্যমন্ত্রী আর ওনার ভাইপো তো আর রাস্তা দিয়ে আসবে না। হেলিকপ্টার আছে। রাস্তার অবস্থাটা কি দেখেছেন।